চট্টগ্রামের পটিয়ায় ছুরিকাঘাতে আবদুল আজিজ (৩৫) নামের এক যুবক আহত হয়েছেন। এ ঘটনার পর স্থানীয় বাসিন্দারা ছুরিকাঘাতে অভিযুক্ত ব্যক্তিসহ দুজনকে পিটুনি দিয়েছেন। আহত তিনজনই চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। আজ মঙ্গলবার বেলা আড়াইটার দিকে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের পটিয়া নতুন বাসস্টেশনের গিরিশ চৌধুরী বাজার এলাকায় এ ঘটনা ঘটে।
ছুরিকাঘাতে আহত আবদুল আজিজ পটিয়া পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের সবজরপাড়া গ্রামের মৃত মোতাহের হোসেনের ছেলে। গণপিটুনিতে আহত ব্যক্তিরা হলেন চন্দনাইশ উপজেলার দোহাজারীর চাগাচর গ্রামের বাসিন্দা ও রিকশাচালক সাজ্জাদ হোসেন (১৮) এবং তাঁর চাচাতো ভাই মো. আবিদ (১৮)।
গণপিটুনিতে আহত রিকশাচালক সাজ্জাদ হোসেন বলেন, দুপুরে পটিয়ার হাইদগাঁও পানবাজার থেকে তাঁর রিকশায় ওঠেন আবদুল আজিজ। পটিয়া বাসস্টেশনে নামেন তিনি। তাঁর ৬০ টাকা ভাড়া দেওয়ার কথা ছিল। গিরিশ চৌধুরী বাজার এলাকায় ভাড়া নিয়ে উভয়ের মধ্যে কথা-কাটাকাটি হয়। সেখানে একটি তোশকের দোকানে তাঁর চাচাতো ভাই আবিদ ছিলেন। কথা-কাটাকাটির সময় আবিদ রিকশাযাত্রী আজিজকে ছুরিকাঘাত করেন।
পটিয়া থানার উপপরিদর্শক (এসআই) মোহাম্মদ সোহেল বলেন, রিকশাভাড়া নিয়ে তর্কের জেরে যাত্রীকে ছুরিকাঘাতের পর রিকশাচালক ও তাঁর চাচাতো ভাইকে স্থানীয় বাসিন্দারা গণপিটুনি দেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে দুজনকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেছেন। এর আগেই আহত রিকশাযাত্রীকে হাসপাতালে নিয়ে যান স্থানীয় বাসিন্দারা।
পটিয়া স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে কর্তব্যরত চিকিৎসক সাদিয়া সারিন বলেন, আহত আবদুল আজিজের পেটের নাড়িভুঁড়ি বেরিয়ে গেছে। প্রাথমিক চিকিৎসা দিয়ে তাঁকে এবং অপর দুজনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।