গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা প্রয়াত ডা. জাফরুল্লাহ চৌধুরীর আত্মার মাগফিরাত কামনা করে দোয়া মাহফিল ও বিশেষ মোনাজাত হয়েছে। মঙ্গলবার বাদ আসর সাভারে গণস্বাস্থ্য কেন্দ্র, দেশের সব উপকেন্দ্র ও রাজধানীর ধানমন্ডিতে গণস্বাস্থ্য নগর হাসপাতালসহ দেশব্যাপী একযোগে এ দোয়া মাহফিল আয়োজন করা হয়।
ধানমন্ডিতে গণস্বাস্থ্য নগর হাসপাতাল মিলনায়তনে দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন গণস্বাস্থ্য কেন্দ্রের ট্রাস্টি ডা. আবুল কাশেম চৌধুরী, জাফরুল্লাহ চৌধুরীর মেয়ে বৃষ্টি চৌধুরী, ছেলে বারিশ হাসান চৌধুরী, ভাই কর্নেল (অব.) নাসির উদ্দিন চৌধুরী, বোন অধ্যাপক আলেয়া চৌধুরী, খালেদা মোরশেদ ও সেলিনা চৌধুরী।
আরও উপস্থিত ছিলেন সাবেক রাষ্ট্রদূত নাজিমউল্লাহ চৌধুরী, জাফরুল্লাহ চৌধুরীর প্রধান চিকিৎসক অধ্যাপক ব্রিগেডিয়ার জেনারেল (অব.) মামুন মোস্তাফী, অধ্যাপক এ জেড এম জাহিদ হোসেন, অধ্যাপক সৈয়দ মেজবাহ উদ্দীন, অধ্যাপক এনামুল হক, অধ্যাপক আক্রাম হোসেন, গণস্বাস্থ্য সমাজভিত্তিক মেডিকেল কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মুহিব উল্লাহ খোন্দকার, ডায়ালাইসিস সেন্টারের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল (অব.) মহশীন উদ্দিন আহম্মেদ, নগর হাসপাতালের পরিচালক বদরুল হক, গণস্বাস্থ্য কেন্দ্রের প্রেস উপদেষ্টা জাহাঙ্গীর আলম, অধ্যাপক শাহরিয়ার সাবেত, পরিচালক শওকত আরমান, অধ্যাপক ডা. কোরাইশী প্রমুখ।
সাভারে গণস্বাস্থ্য কেন্দ্রে দোয়া মাহফিল ও বিশেষ মোনাজাতে উপস্থিত ছিলেন গণস্বাস্থ্য কেন্দ্রের ট্রাস্টি বোর্ডের চেয়ারপারসন অধ্যাপক আলতাফুন্নেছা, ট্রাস্টি সন্ধ্যা রায়, গণস্বাস্থ্য কেন্দ্রের নির্বাহী প্রধান মনজুর কাদের আহমেদ প্রমুখ।