ঢাকাসহ বিভিন্ন স্থানে কোটা সংস্কারের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর হামলার প্রতিবাদে রাঙামাটির কাপ্তাইয়ে অবস্থিত বাংলাদেশ-সুইডেন পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা বিক্ষোভ মিছিল করেন। আজ সকাল ১০টার দিকে তোলা
ঢাকাসহ বিভিন্ন স্থানে কোটা সংস্কারের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর হামলার প্রতিবাদে রাঙামাটির কাপ্তাইয়ে অবস্থিত বাংলাদেশ-সুইডেন পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা বিক্ষোভ মিছিল করেন। আজ সকাল ১০টার দিকে তোলা

আন্দোলনে হামলাকারীদের বিচারের দাবিতে কাপ্তাইয়ে শিক্ষার্থীদের বিক্ষোভ

কোটা সংস্কার ও শিক্ষার্থীদের ওপর হামলার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল করেছে রাঙামাটির কাপ্তাই উপজেলার বাংলাদেশ-সুইডেন পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা। আজ মঙ্গলবার সকাল ১০টার দিকে বিক্ষোভ মিছিলটি প্রতিষ্ঠানের ডাইনিং হল থেকে শুরু হয়ে ক্যাম্পাসের ভেতরের এলাকা প্রদক্ষিণ করে। খবর পেয়ে পুলিশ গিয়ে ক্যাম্পাসে অবস্থান নেয়।

মিছিলে প্রতিষ্ঠানের প্রায় ২০০ জন শিক্ষার্থী অংশ নেন। এ সময় প্রতিষ্ঠানের ইলেকট্রিক্যাল বিভাগের ষষ্ঠ সেমিস্টারের শিক্ষার্থী মো. মুজাহিদ ও মেকানিক্যাল বিভাগের ষষ্ঠ সেমিস্টারের শিক্ষার্থী মো. জাহিদুল ইসলাম সাংবাদিকদের বলেন, সরকারি চাকরির পরীক্ষার কোটা সংস্কার ও সারা দেশে বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের ওপর ছাত্রলীগের হামলার নিন্দা জানিয়ে এবং হামলাকারীদের বিচার দাবি করে তাঁরা বিক্ষোভ মিছিল করেছেন।

জানতে চাইলে বাংলাদেশ-সুইডেন পলিটেকনিক ইনস্টিটিউটের প্রধান ইনস্ট্রাক্টর রহমত উল্লাহ প্রথম আলোকে বলেন, ‘শিক্ষার্থীরা ক্যাম্পাসের ভেতরে অবস্থান করছে। কোনো বিশৃঙ্খলা হয়নি। আমরা বিষয়টি পর্যবেক্ষণ করছি।’