ওয়ার্ল্ড কাঁপানো ফ্যানস

বিজয় দিবসে হয়ে যাক আরেকটি বিশ্ব রেকর্ড!

ফুটবল নিয়ে পাগলামির কি আর শেষ আছে! বিশ্বকাপের মৌসুম এলেই শুরু হয় ফ্যানদের নানান আয়োজন। দেশের গণ্ডি পেরিয়ে বাংলাদেশি ফুটবল ফ্যানদের এই মাতামাতি ছড়িয়ে পড়ে বিশ্বজুড়ে। কারণ, আমরাই তো ফুটবলের সেরা ফ্যান!
প্রিয় দল বাদ পড়ে গেলেও ওয়ার্ল্ড কাঁপানো ফ্যানদের উচ্ছ্বাস কিন্তু থেমে থাকে না। টুর্নামেন্টের শেষ পর্যন্ত চলে প্রিয় টিম আর জার্সি নিয়ে উন্মাদনা। একই সঙ্গে দুর্দান্ত পারফরম্যান্স দিয়ে নতুন অনেক দল জায়গা করে নিয়েছে ফ্যানদের মনে। তাদের নিয়েও চলছে পুরোদমে আলোচনা!

সারা বিশ্বের সামনে ফুটবল নিয়ে এই ভালোবাসা আর পাগলামি তুলে ধরতেই প্রথম আলো ও বিকাশ-এর সহযোগিতায় ওয়ার্ল্ড কাঁপানো ফ্যানরা প্রথমবারের মতো উদ্যোগ নিয়েছেন গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসে নাম লেখানোর। রেকর্ড করতে প্রিয় টিমের জার্সি পরে ছবি তুলতে হবে এবং আপলোড করতে হবে ওয়ার্ল্ড কাঁপানো ফ্যানস ওয়েবসাইটে। এই প্রক্রিয়া শুরু হচ্ছে ১৬ ডিসেম্বর রাত ৯টায়। চলবে ১৮ ডিসেম্বর রাত ৯টা পর্যন্ত। এই অনলাইন অ্যালবামে ৪৮ ঘণ্টায় লাগবে ৬ হাজার ছবি। ছবি জমা দিলেই সবাই পেয়ে যাবেন অংশগ্রহণকারীর সার্টিফিকেট। আর সেরা ছবি

জমাদানকারী পেতে পারেন আকর্ষণীয় স্মার্টফোন। তাই বিশ্বকাপের মুহূর্তগুলো আরও স্মরণীয় করতে জার্সি নিয়ে রেডি থাকুন আপনিও! বিস্তারিত জানতে জয়েন করুন নিচের গ্রুপে:

https://www.facebook.com/groups/1304236457063927/

ওয়েবসাইট লিংক: https://worldkapanofans.com/