কৃতী সংবর্ধনা ৩৭, ৩৮, ৩৯ ও ৪০

মানুষের কল্যাণে কাজ করতে হবে

কৃতী সংবর্ধনা অনুষ্ঠানে ক্রেস্ট হাতে শিক্ষার্থীদের উচ্ছ্বাস। গতকাল খুলনার আযম খান কমার্স কলেজ মাঠে
ছবি: সাদ্দাম হোসেন

শিখো-প্রথম আলো জিপিএ-৫ প্রাপ্ত কৃতী সংবর্ধনা অনুষ্ঠানের জন্য প্রস্তুত মানিকগঞ্জ সরকারি দেবেন্দ্র কলেজের মাঠ। গতকাল শনিবার সকাল সাড়ে ১০টায় শুরু হওয়ার কথা এ অনুষ্ঠান। তবে এর দুই ঘণ্টা আগে সকাল সাড়ে ৮টায় সেখানে দেখা গেল দৌলতপুরের তাইয়্যেবা তাজিনকে। দৌলতপুর সরকারি প্রমোদা সুন্দরী উচ্চবিদ্যালয় থেকে জিপিএ-৫ পেয়েছে সে। জানাল, ভোরের দিকে বাড়ি থেকে বের হয়ে বেশ কিছুটা পথ হেঁটে, তারপর সিএনজিচালিত অটোরিকশা ও বাসে করে অনুষ্ঠানে যোগ দিতে এসেছে।

তাজিনের মতো এসএসসি ও সমমানের পরীক্ষায় জিপিএ-৫ পাওয়া অনেকেই গতকাল এমন উচ্ছ্বাস নিয়ে আগেভাগেই যোগ দেয় সংবর্ধনা অনুষ্ঠানে। সকাল সাড়ে ১০টায় জাতীয় সংগীতের মধ্য দিয়ে শুরু হয় অনুষ্ঠান। স্থানীয় ব্যান্ড ‘বিদ্রোহী’র গান ছাড়াও মানিকগঞ্জ বন্ধুসভার সদস্যদের নাচ ও আবৃত্তির ফাঁকে ফাঁকে শিক্ষার্থীদের উদ্দেশে বক্তব্য দেন নারায়ণগঞ্জ সরকারি মহিলা কলেজের সাবেক অধ্যক্ষ ঊর্মিলা রায়, মানিকগঞ্জ সরকারি মহিলা কলেজের সাবেক অধ্যক্ষ আবুল ইসলাম শিকদার, মানিকগঞ্জ সরকারি দেবেন্দ্র কলেজের উপাধ্যক্ষ বদর উদ্দিন ও সহযোগী অধ্যাপক গিরীন্দ্র কুমার রায়, জেলা ঘাতক দালাল নির্মূল কমিটির সভাপতি দীপক কুমার ঘোষ, সুশাসনের জন্য নাগরিকের (সুজন) জেলা কমিটির সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম বিশ্বাস, মহাদেবপুর ইউনিয়ন সরকারি কলেজের সহকারী অধ্যাপক আমিনুর রহমান অঞ্জন, প্রথম আলোর মহাব্যবস্থাপক (হিসাব ও অর্থ) পলাশ রঞ্জন ভৌমিক প্রমুখ। মানিকগঞ্জ বন্ধুসভার সভাপতি আবু সালেহ সালেক, সহসভাপতি চান মিয়া ও সাংগঠনিক সম্পাদক আশিকুর রহমান অনুষ্ঠানটি সঞ্চালনা করেন।

সনদ ও ক্রেস্ট হাতে জিপিএ-৫ প্রাপ্ত কৃতী শিক্ষার্থীরা। গতকাল মুন্সিগঞ্জের জেলা শিল্পকলা একাডেমি প্রাঙ্গণে

শিক্ষার্থীদের উদ্দেশে ঊর্মিলা রায় বলেন, ‘আজকে তোমরা যে মেধার স্বাক্ষর রেখেছ, ভবিষ্যতেও এর ধারাবাহিকতা বজায় রাখতে হবে। সংস্কৃতি ও খেলাধুলাতেও তোমাদের অংশগ্রহণ থাকতে হবে। ভবিষ্যতে কর্মজীবনে গিয়ে শুধু পরিবারের জন্যই নয়, সমাজের পিছিয়ে পড়া মানুষের কল্যাণে কাজ করে যেতে হবে।’

সকালে শিক্ষার্থীরা অনুষ্ঠানস্থলে প্রবেশের পরই নিবন্ধন নম্বর অনুযায়ী নির্দিষ্ট বুথ থেকে সনদ, ক্রেস্ট ও নাশতা সংগ্রহ করে। এ ছাড়া ছিল প্রথম আলো ই-পেপার (১ মাস) ও চরকির (১৫ দিন) বিনা মূল্যে সাবস্ক্রিপশন, শিখোর সৌজন্যে বিনা মূল্যে কোর্স।

‘ভালো কাজের সঙ্গে থেকো’

চাঁপাইনবাবগঞ্জের হরিমোহন সরকারি উচ্চবিদ্যালয় মাঠে জিপিএ-৫ প্রাপ্ত কৃতী সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে বক্তব্য দেন রাজশাহী মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের স্কুল পরিদর্শক জিয়াউল হক, পরিবার পরিকল্পনা বিভাগের চাঁপাইনবাবগঞ্জের অবসরপ্রাপ্ত উপপরিচালক ও চিকিৎসক আবদুস সালাম, হরিমোহন উচ্চবিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক গোলাম মোর্শেদ, নারীদের সংগঠন ‘জাগো নারী বহ্নিশিখা’র সভাপতি ফারুকা বেগম, নিরাপদ সড়ক চাইয়ের চাঁপাইনবাবগঞ্জ জেলা শাখার সভাপতি শফিকুল আলম প্রমুখ।

সেলফি তুলছে শিক্ষার্থীরা। গতকাল মানিকগঞ্জে সরকারি দেবেন্দ্র কলেজ মাঠে

নারীনেত্রী ফারুকা বেগম বলেন, ‘একটি দেশে নারীদের অবস্থান ও তাঁদের নিরাপত্তার অবস্থা কেমন, তা দিয়ে বিবেচনা করা যায় দেশটি কতখানি সভ্য। তোমরা পড়ার বাইরে ভালো কাজের সঙ্গে থেকো, তবেই ভালো মানুষ হতে পারবে।’

সকাল ১০টায় জাতীয় সংগীতের মধ্য দিয়ে শুরু হয় মূল অনুষ্ঠান। বক্তব্যের ফাঁকে ফাঁকে সাংস্কৃতিক পরিবেশনায় অংশ নেন বন্ধুসভার সদস্য, বাবুডাইং আলোর পাঠশালার শিক্ষার্থী ও জিপিএ-৫ পাওয়া কৃতী শিক্ষার্থীরা।

‘দেশকে জয়ী করতে হবে’

খুলনা জেলায় কৃতী সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয় শহরের আযম খান কমার্স কলেজ মাঠে। অনুষ্ঠানে শিক্ষার্থীদের উদ্দেশে প্রথম আলোর নির্বাহী সম্পাদক সাজ্জাদ শরিফ বলেন, ‘জীবনের একটি ধাপে তোমরা সফল হয়েছ। এ জন্য তোমাদের কৃতী সংবর্ধনা দেওয়া হয়েছে। ভবিষ্যৎ জীবনেও সাফল্যের ধারাবাহিকতা বজায় রাখতে শুধু শিক্ষিত হলেই চলবে না, সুশিক্ষিত ভালো মানুষ হতে হবে। নিজেদের জয়ের মাধ্যমে দেশকে জয়ী করতে হবে।’ মাদক, মুখস্থ ও মিথ্যাকে ‘না’ বলতে শিক্ষার্থীদের শপথ করান তিনি।

অনুষ্ঠানে আরও বক্তব্য দেন আযম খান সরকারি কমার্স কলেজের অধ্যক্ষ কার্তিক চন্দ্র মণ্ডল, কুয়েটের পদার্থবিজ্ঞান বিভাগের
প্রধান শিবেন্দ্র শেখর সিকদার প্রমুখ। অতিথিদের বক্তব্যের ফাঁকে ফাঁকে কবিতা ও গান পরিবেশন করেন খুলনা বন্ধুসভার সদস্যরা। অনুষ্ঠান সঞ্চালনা করেন প্রথম আলো খুলনা বন্ধুসভার সভাপতি তুহিন রায়।

ক্রেস্ট ও সনদ হাতে দুই কৃতী শিক্ষার্থী। গতকাল চাঁপাইনবাবগঞ্জের হরিমোহন সরকারি উচ্চবিদ্যালয়ে

‘ভালো মানুষ হতে হবে’

মুন্সিগঞ্জ শহরের শিল্পকলা একাডেমিতে গতকাল সকাল ১০ নয়টায় বন্ধুসভার জাতীয় সংগীত পরিবেশনের মধ্য দিয়ে কৃতী সংবর্ধনা অনুষ্ঠান শুরু হয়। অনুষ্ঠানে বক্তব্য দেন মুন্সিগঞ্জ অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) স্নেহাশিস দাশ। তিনি বলেন, ‘দেশ গড়ার জন্য অবশ্যই মেধার দরকার আছে। তোমাদের ভালো মানুষ হতে হবে। ভালো মানুষ যে কাজ বা পেশায় থাকুক না কেন, তার মধ্যে সব সময় দেশপ্রেম থাকে।’

অনুষ্ঠানে আরও বক্তব্য দেন বীর মুক্তিযোদ্ধা মতিউল ইসলাম, মুন্সিগঞ্জ প্রেসক্লাবের সভাপতি সহিদ ই হাসান, মুন্সিগঞ্জ সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি সুজন হায়দার, সরকারি হরগঙ্গা কলেজের ইংরেজি বিভাগের সহযোগী অধ্যাপক মুন্সি সিরাজুল হক, ক্রীড়াবিদ আয়নাল হক, সংগীতশিল্পী শিশির রহমান প্রমুখ।

অনুষ্ঠানে শিক্ষার্থীদের মিথ্যা, মুখস্থ, মাদককে ‘না’ বলার শপথবাক্য পাঠ করান প্রথম আলো ট্রাস্টের সমন্বয়ক মাহবুবা সুলতানা। অতিথিদের বক্তব্যের ফাঁকে ফাঁকে ছিল নৃত্য, কবিতা আবৃত্তি, গজল ও সংগীত ও পরিবেশন। অনুষ্ঠান সঞ্চালনা করেন প্রথম আলো বন্ধুসভার সদস্য মাশফিক সিহাব।

সারা দেশের ৬৪টি জেলায় প্রথম আলোর আয়োজনে ও শিক্ষার ডিজিটাল প্ল্যাটফর্ম ‘শিখো’র পৃষ্ঠপোষকতায় অনুষ্ঠিত হচ্ছে জিপিএ-৫ প্রাপ্ত কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা উৎসব। আয়োজনটিতে সহযোগিতা করছে ফ্রেশ, এটিএন বাংলা ও প্রথম আলো বন্ধুসভা।

[প্রতিবেদনে তথ্য দিয়ে সহযোগিতা করেছেন সংশ্লিষ্ট এলাকার নিজস্ব প্রতিবেদক, প্রতিনিধি সংবাদদাতা]