বলছে মার্কিন দূতাবাস

নিষেধাজ্ঞা প্রত্যাহারের সময়সীমার ইঙ্গিত দেননি ডোনাল্ড লু

ঢাকা সফরে এসে গত রোববার পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লু
ছবি: প্রথম আলো

ঢাকা সফরের সময় সহকারী মার্কিন পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লু বিচারবহির্ভূত হত্যা কমার কারণে র‌্যাবের প্রশংসা করেছেন। তবে র‌্যাবের ওপর থেকে মার্কিন নিষেধাজ্ঞা প্রত্যাহারের বিষয়ে ডোনাল্ড লু কোনো সময়সীমার ইঙ্গিত দেননি বলে জানিয়েছে ঢাকার মার্কিন দূতাবাস।

র‌্যাবের নিষেধাজ্ঞা প্রত্যাহারের বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর এক বক্তব্যের প্রেক্ষাপটে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মঙ্গলবার দূতাবাসের মুখপাত্র জেফ রাইডেনাওয়ার এ তথ্য জানান।

ডোনাল্ড লুর সঙ্গে বৈঠকের পরদিন গত সোমবার সচিবালয়ে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান বলেছিলেন, ‘তারা (যুক্তরাষ্ট্রের প্রতিনিধিদল) বলেছেন, তোমরা যেভাবে যাচ্ছ, একটা সঠিক পথে যাচ্ছ। তোমরা যেভাবে চলছ, এটা যেন চলমান থাকে, তোমাদের লইয়ার (আইনজীবী) ভালো ভূমিকা রাখছে। আমরা মনে করি, হয়তো শিগগির নিষেধাজ্ঞা উঠে যেতে পারে। আমরা আশা করছি, এটা অচিরেই শেষ হবে।’

এ নিয়ে জানতে চাইলে জেফ রাইডেনাওয়ার প্রথম আলোকে বলেন, ‘সহকারী মার্কিন পররাষ্ট্রমন্ত্রী গত বছর র‌্যাবের মাধ্যমে বিচারবহির্ভূত হত্যা ও গুমের ঘটনা ব্যাপক হারে কমে আসায় বাংলাদেশ সরকারের প্রশংসা করেছেন। আমরা অব্যাহত সংস্কারের ক্ষেত্রে বাংলাদেশ সরকারের উদ্যোগের প্রশংসা এবং বিচারবহির্ভূত হত্যার অভিযোগের নিরপেক্ষ তদন্ত করার জন্য বাংলাদেশ সরকারকে উৎসাহিত করছি। সহকারী মার্কিন পররাষ্ট্রমন্ত্রী ঢাকার বৈঠকগুলোতে র‌্যাবের ওপর নিষেধাজ্ঞা প্রত্যাহারের সময়সীমা নিয়ে কোনো ধরনের ইঙ্গিত দেননি।’

গত শনিবার বিকেলে এসে রোববার মধ্যরাতে ফেরার আগপর্যন্ত ঢাকায় বেশ কয়েকটি বৈঠক করেন যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লু। গত রোববার পররাষ্ট্র মন্ত্রণালয়ে পররাষ্ট্রসচিবের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করেন তিনি। পরে তিনি পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন, স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান, আইনমন্ত্রী আনিসুল হক, প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমান এবং পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শাহরিয়ার আলমের সঙ্গেও আলাদা বৈঠক করেন।

ওই দিন রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে ডোনাল্ড লুর সঙ্গে বৈঠকের পর স্বরাষ্ট্রমন্ত্রী সাংবাদিকদের বলেছিলেন, ‘তাঁরা (সহকারী মার্কিন পররাষ্ট্রমন্ত্রী) বলেছেন “এটা একটা জটিল প্রক্রিয়া আমাদের দেশে। এটা একটু সময় নিতে পারে, তোমরা যে প্রক্রিয়ায় অগ্রসর হচ্ছ, কাজ করছ, আমার মনে হয় এটা ভবিষ্যতে ক্লিয়ার হয়ে যাবে,” এই রকমই তাঁরা ইঙ্গিত দিয়েছেন।’

তবে নিষেধাজ্ঞা প্রত্যাহারের বিষয়ে কোনো সময়সীমা যুক্তরাষ্ট্র দিয়েছে কি না, জানতে চাইলে স্বরাষ্ট্রমন্ত্রী বলেছিলেন, ‘কোনো টাইমফ্রেম (সময়সীমা) তারা বলে নাই।’