বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে আহত ব্যক্তিদের চিকিৎসাসেবা নিশ্চিতে উপদেষ্টা পরিষদ কমিটি গঠিত হয়েছে। উপদেষ্টা পরিষদ কমিটির আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করবেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের উপদেষ্টা নুরজাহান বেগম; আর কমিটির সদস্য থাকবেন তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টা নাহিদ ইসলাম এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।
মন্ত্রিপরিষদ বিভাগ আজ বুধবার উপদেষ্টা পরিষদ কমিটি গঠনের প্রজ্ঞাপন জারি করেছে।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, এই কমিটি ফাহিম হাসানসহ বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে আহত ব্যক্তিদের চিকিৎসাসেবা নিশ্চিতকরণে কেন্দ্রীয়ভাবে সহায়তা ও পরীক্ষণ করবে। কমিটি প্রয়োজনে সদস্য নিতে পারবে। স্বাস্থ্যসেবা বিভাগ এ কমিটিকে সাচিবিক সহায়তা দেবে।