হাইকোর্ট ভবন
হাইকোর্ট ভবন

আপিল বিভাগে দুটি বেঞ্চ গঠন, বসবেন রোববার থেকে

বিচারকাজ পরিচালনায় আগামীকাল রোববার থেকে আপিল বিভাগে দুটি বেঞ্চ বসবেন। প্রধান বিচারপতি ওবায়দুল হাসান এ বেঞ্চ গঠন করে দিয়েছেন। আজ শনিবার সুপ্রিম কোর্টের ওয়েবসাইটে আপিল বিভাগের প্রকাশিত রোববারের কার্যতালিকা থেকে এ তথ্য জানা গেছে।

কার্যতালিকা অনুসারে, প্রধান বিচারপতি ওবায়দুল হাসান ও আপিল বিভাগের জ্যেষ্ঠ বিচারপতি এম ইনায়েতুর রহিমের নেতৃত্বে চার সদস্যবিশিষ্ট পৃথক দুটি বেঞ্চ বসবেন। প্রধান বিচারপতি ওবায়দুল হাসান, বিচারপতি মো. আশফাকুল ইসলাম, বিচারপতি জাহাঙ্গীর হোসেন ও বিচারপতি কাশেফা হোসেনের সমন্বয়ে ১ নম্বর বেঞ্চ এবং জ্যেষ্ঠ বিচারপতি ইনায়েতুর রহিম, বিচারপতি মো. আবু জাফর সিদ্দিকী, বিচারপতি মুহাম্মদ আবদুল হাফিজ ও বিচারপতি মো. শাহিনুর ইসলাম সমন্বয়ে ২ নম্বর বেঞ্চ গঠন করা হয়েছে।

প্রধান বিচারপতি দুটি বেঞ্চ গঠন করে দিয়েছেন বলে জানান সুপ্রিম কোর্টের আপিল বিভাগের রেজিস্ট্রার মোহাম্মদ সাইফুর রহমান। আজ শনিবার তিনি প্রথম আলোকে বলেন, রোববার থেকে দুটি বেঞ্চে বিচারকাজ পরিচালিত হবে। ১ নম্বর কোর্ট আপিল বিভাগের ২ নম্বর আদালতকক্ষে এবং ২ নম্বর কোর্ট আপিল বিভাগের ৩ নম্বর আদালতকক্ষে বসবেন।

গত বছরের ২৬ সেপ্টেম্বর দেশের ২৪তম প্রধান বিচারপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করেন আপিল বিভাগের জ্যেষ্ঠ বিচারপতি ওবায়দুল হাসান। তখন প্রধান বিচারপতিসহ আপিল বিভাগে বিচারপতির সংখ্যা ছিল ছয়। এর পর থেকে আপিল বিভাগের একটি বেঞ্চে বিচারকাজ চলে আসছে। চলতি বছরের ২৭ ফেব্রুয়ারি আপিল বিভাগের একজন বিচারপতি অবসরে যান, সংখ্যা দাঁড়ায় পাঁচে। আপিল বিভাগে গত ২৪ এপ্রিল নতুন তিন বিচারপতিকে নিয়োগ দেওয়া হয়, পরদিন তাঁরা শপথ নেন।