২ লাখ টাকার পাঠক কুইজ

আজ অংশগ্রহণ ও নিবন্ধনের শেষ দিন

প্রথম আলোর ২৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ‘জিততে হলে পড়তে হবে’ স্লোগানে পাঠকদের জন্য আয়োজিত অনলাইন কুইজ প্রতিযোগিতার আজ বুধবার শেষ দিন।

আয়োজকেরা জানান, কুইজে অংশগ্রহণের জন্য আজ কুইজ শুরু হওয়ার আগপর্যন্ত পাঠকেরা এই ওয়েব ঠিকানায় prothomalo.com/quiz নিবন্ধন করাতে পারবে। আজ বুধবার সন্ধ্যা ৭টা থেকে ৭টা ১০ মিনিট পর্যন্ত সর্বশেষ দিনের কুইজ অনুষ্ঠিত হবে।

কুইজের প্রশ্ন থাকবে কুইজের দিন ও আগের দিনের প্রথম আলোর ছাপা পত্রিকা ও অনলাইনে প্রকাশিত সংবাদ, নিবন্ধ, ফিচার ইত্যাদি থেকে। মোট ২০টি করে প্রশ্ন থাকবে। প্রতিটি প্রশ্নের জন্য থাকবে ১ নম্বর।

প্রতিদিন সবচেয়ে কম সময়ে সবচেয়ে বেশি সংখ্যক প্রশ্নের সঠিক উত্তরদাতা ১০ জনের প্রত্যেককে দুই হাজার টাকার ‘গিফট চেক’ দেওয়া হবে। ১০ দিনে মোট ২ লাখ টাকার ‘গিফট চেক’ থাকবে বিজয়ীদের জন্য।

উল্লেখ্য, প্রথম আলোর প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ১০ দিনব্যাপী এই কুইজ প্রতিযোগিতা শুরু হয়েছিল ৬ নভেম্বর ২০২৩।