পাবনা ও কুড়িগ্রামে কর্মশালা

ভুল ধারণা দূর করার আহ্বান

যক্ষ্মা বিষয়ে সচেতনতা বাড়াতে ইউএসএআইডির পৃষ্ঠপোষকতায় আইসিডিডিআরবির পরিচালনায় এর আয়োজন করে প্রথম আলো বন্ধুসভা। 

দেশব্যাপী সচেতনতা বাড়াতে যক্ষ্মা সচেতনতাবিষয়ক প্রচারণা কর্মশালার আয়োজন করে পাবনা প্রথম আলো বন্ধুসভা। গতকাল পাবনা প্রেসক্লাব মিলনায়তনে
ছবি: প্রথম আলো

আগে মানুষ বলত, ‘যক্ষ্মা হলে রক্ষা নাই’। আসলে এ কথার কোনো ভিত্তি নেই। সঠিক চিকিৎসায় যক্ষ্মা পুরোপুরি ভালো হয়ে যায়। তাই ভুল ধারণা দূর করে যক্ষ্মার বিষয়ে সচেতন হতে হবে। যক্ষ্মা হলে সঠিক চিকিৎসা নিতে হবে। যে কারণে যক্ষ্মা হয়, তা থেকে মুক্ত থাকতে হবে।

গতকাল বৃহস্পতিবার পাবনায় যক্ষ্মাবিষয়ক কর্মশালায় আমন্ত্রিত অতিথিরা এসব কথা বলেন। পাবনা প্রেসক্লাব মিলনায়তনে সকাল ১০টায় দিনব্যাপী কর্মশালার উদ্বোধন করেন সিভিল সার্জন মনিসর চৌধুরী। 

যক্ষ্মা বিষয়ে সচেতনতা বাড়াতে ইউএসএআইডির পৃষ্ঠপোষকতায় আইসিডিডিআরবির পরিচালনায় এ কর্মসূচির আয়োজন করে প্রথম আলো বন্ধুসভা। এ কর্মসূচির আওতায় রাজশাহী বিভাগের আটটি এবং রংপুর বিভাগের চার জেলায় প্রচারণা কার্যক্রম পরিচালিত হচ্ছে। জেলাগুলো হচ্ছে—রাজশাহী, জয়পুরহাট, নওগাঁ, চাঁপাইনবাবগঞ্জ, নাটোর, পাবনা, বগুড়া, সিরাজগঞ্জ, রংপুর, দিনাজপুর, নীলফামারী ও কুড়িগ্রাম। এর আগে গত জুনে ঢাকায় তিন দিনব্যাপী কর্মশালার মধ্য দিয়ে সচেতনতা কার্যক্রমের আনুষ্ঠানিক পর্ব শুরু হয়। 

পাবনায় উদ্বোধন পর্বে বক্তারা বলেন, যক্ষ্মা একটি সংক্রামক ব্যাধি। হাঁচি-কাশির মাধ্যমে সংক্রমিত হয়ে থাকে। ফলে পরিবারের একজন থেকে অন্যজনের হতে পারে। তাই যক্ষ্মা বিষয়ে প্রথমে সচেতনতা জরুরি। দ্বিতীয়ত, এ রোগে আক্রান্ত হলে সঠিক সময়ে চিকিৎসা গ্রহণ করা জরুরি।

 ‘এখন যৌবন যার, যুদ্ধে যাওয়ার শ্রেষ্ঠ সময় তার’ কবিতাটি দিয়ে বক্তব্য শুরু করে সিভিল সার্জন মনিসর চৌধুরী বলেন, তরুণেরা যেভাবে কাজ করতে পারেন, সেটা অন্য কারও পক্ষে করা সম্ভব নয়। এ তরুণেরা পারেন মানুষকে সচেতন করতে। তাই প্রথম আলো তরুণদের নিয়ে যক্ষ্মা নির্মূলে যে উদ্যোগ নিয়েছে, তাকে সাধুবাদ জানান তিনি। 

মনিসর চৌধুরী আরও বলেন, ‘আমরাই যক্ষ্মামুক্ত দেশ গড়ব। সরকার বিনা মূল্যে যক্ষ্মার চিকিৎসা দিচ্ছে। এখন শুধু সচেতন হতে হবে। সঠিক সময়ে চিকিৎসা নিতে হবে। যে কারণে যক্ষ্মা হয়, তা থেকে মুক্ত থাকতে হবে। তাহলে দেশ যক্ষ্মামুক্ত হবে।’

প্রথম আলো পাবনা বন্ধুসভার সভাপতি গোলাম হাসনাইনের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে আরও বক্তব্য দেন আইসিডিডিআরবির সহকারী প্রকল্প ব্যবস্থাপক আজাদ রহমান, আইসিডিডিআরবির পাবনা অঞ্চলের প্রকল্প সহকারী সাগর আলী ও প্রথম আলোর পাবনা প্রতিনিধি সরোয়ার মোর্শেদ। 

উদ্বোধনী পর্ব শেষে আইসিডিডিআরবির সহকারী প্রকল্প ব্যবস্থাপক আজাদ রহমান যক্ষ্মা কী, কেন হয়, লক্ষ্মণ কী, রোগের ভয়াবহতা ও বিস্তার, যক্ষ্মা প্রতিরোধে করণীয় ও প্রয়োজনীয় চিকিৎসা বিষয়ে জানান। পরে বন্ধুসভার ২৫ জন অংশগ্রহণকারীকে পাঁচটি দলে ভাগ করে আলোচনা করা হয়। বিকেলে তাঁদের সনদ বিতরণের মধ্য দিয়ে দিনব্যাপী কর্মশালা শেষ হয়।

সঠিক সময়ে চিকিৎসা জরুরি

গতকাল সকাল ১০টায় কুড়িগ্রাম ডায়াবেটিস হাসপাতাল মোড় প্রগতি সংসদ হলরুমে এ কর্মশালার উদ্বোধন করেন জাতীয় যক্ষ্মা নিরোধ সমিতির (নাটাব) কুড়িগ্রাম জেলা শাখার সভাপতি ও সাবেক সিভিল সার্জন আমিনুল ইসলাম। দিনব্যাপী কর্মশালায় কুড়িগ্রাম বন্ধুসভার ২৫ জন সদস্য অংশ নেন।

কর্মশালায় অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন আইসিডিডিআরবি রংপুর বিভাগীয় প্রোগ্রাম কর্মকর্তা মাহফুজুর রহমান, আইসিডিডিআরবি কুড়িগ্রাম জেলার প্রোগ্রাম অ্যাসিস্ট্যান্ট মহিদুল ইসলাম, প্রথম আলো কুড়িগ্রাম প্রতিনিধি সফি খান, বেসরকারি উন্নয়ন সংস্থা আরডিআরএস বাংলাদেশের এসি টিবি প্রজেক্টের জেলা পর্যায়ের চিকিৎসা কর্মকর্তা আল আমিন, প্রথম আলো কুড়িগ্রাম বন্ধুসভার উপদেষ্টা হাসান পলাশ প্রমুখ।