নোয়াখালী জেলা শহরে আদালতে একটি মামলায় হাজিরা দিয়ে ফেরার পথে সুবর্ণচর উপজেলা বিএনপি ও জামায়াতে ইসলামীর দুই নেতা সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন। আজ মঙ্গলবার বেলা একটার দিকে উপজেলার মান্নানগর-চরজব্বার সড়কে ওই দুর্ঘটনা ঘটে।
পুলিশ জানায়, নিহত ব্যক্তিরা হলেন মো. জামাল উদ্দিন গাজী (৫৫) ও হাফিজ উল্যাহ (৫৭)। জামাল উদ্দিন গাজী উপজেলার চর আমান উল্যাহ ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের কাটাবুনিয়া গ্রামের বাসিন্দা। তিনি একই ওয়ার্ড বিএনপির সভাপতি ছিলেন আর হাফিজ উল্যাহ উপজেলার চরবাটা ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের বাসিন্দা। তিনি ইউনিয়ন জামায়াতের নেতা ছিলেন।
পুলিশ ও স্থানীয় লোকজনের সঙ্গে কথা বলে জানা গেছে, বেলা আনুমানিক একটার দিকে বিএনপি নেতা জামাল উদ্দিন গাজী ও তাঁর আত্মীয় হাফিজ উল্যাহ মোটরসাইকেলযোগে মান্নানগর-চরজব্বার সড়কের সুলতান নগর এলাকার পৌঁছালে পেছন দিক থেকে আসা একটি বেপরোয়া গতির সিএনজিচালিত অটোরিকশা পাশ কাটাতে (ওভারটেক) গিয়ে ধাক্কা দেয়। একই সময় বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক ওই মোটরসাইকেলকে চাপা দেয়। এতে মোটরসাইকেলচালক হাফিজ উল্যাহ ছিটকে পড়েন। বিএনপি নেতা জামালকে চাপা দেয় ট্রাক। পরে স্থানীয় লোকজন তাঁদের উদ্ধার করে ২৫০ শয্যার নোয়াখালী জেনারেল জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক জামালকে মৃত ঘোষণা করেন। একই হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বিকেল চারটার দিকে মারা যান জামায়াত নেতা হাফিজ উল্যাহ।
চর আমান উল্যাহ ইউনিয়ন পরিষদের (ইউপি) ১ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য হোসেন আহাম্মদ বলেন, সকালে বিএনপি নেতা জামাল তাঁর আত্মীয় জামায়াত নেতা হাফিজ একটি রাজনৈতিক মামলায় হাজিরা দিতে মোটরসাইকেলযোগে জেলা শহর মাইজদীতে যান। মামলার হাজিরা দিয়ে বেলা একটার দিকে তাঁরা মোটরসাইকেলযোগে বাড়ি ফেরার পথে মান্নানগর-চরজব্বার সড়কের সুলতান নগর এলাকার দুর্ঘটনার কবলে পড়েন।
জেলা বিএনপির সাধারণ সম্পাদক আবদুর রহমান সড়ক দুর্ঘটনায় বিএনপির ও জামায়াতের দুই নেতা নিহত হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন। আজ বিকেলে তিনি প্রথম আলোকে বলেন, দুটি রাজনৈতিক মামলায় আসামি ছিলেন তাঁরা। আজ সকালে হাজিরা দিতে নোয়াখালীর আদালতে আসেন। আদালতে হাজিরা দিয়ে ফেরার পথে দুপুরে পথে দুর্ঘটনার কবলে পড়েন।
ঘটনাস্থল পরিদর্শনকারী চরজব্বার থানার উপপরিদর্শক (এসআই) মো. মহসিন বলেন, নিহত দুই ব্যক্তির মোটরসাইকেলকে পাশ কাটাতে গিয়ে সিএনজিচালিত অটোরিকশাটি ধাক্কা দেয়। একই সময় বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক ছিটকে পড়া দুই মোটরসাইকেল আরোহীকে চাপা দেয়।
এসআই মহসিন বলেন, তিনি ঘটনাস্থলে গিয়ে দুর্ঘটনাকবলিত গাড়িগুলো জব্দ করেছেন। নিহত ব্যক্তিদের সুরতহাল প্রতিবেদন তৈরি শেষে পরিবারের অভিযোগের আলোকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। তবে এ ঘটনায় এখনো থানায় কোনো অভিযোগ করা হয়নি।