সমাবেশ শেষে ছাত্রলীগের নেতা-কর্মীদের মধ্যে স্টাম্প বিতরণ

টিএসসির ভেতরে থেকে স্টাম্প এনে ছাত্রলীগের নেতা–কর্মীদের মধ্যে বিতরণ করা হয়
ছবি: প্রথম আলো

ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের সামনে সমাবেশ শেষে ছাত্রলীগের নেতা-কর্মীদের মধ্যে স্টাম্প বিতরণ করা হয়েছে। তাঁরা চানখাঁরপুল এলাকায় আন্দোলনকারী শিক্ষার্থীদের সঙ্গে স্থানীয় ছাত্রলীগ-যুবলীগের সংঘর্ষে যোগ দেবেন বলে জানা গেছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, ছাত্র-শিক্ষক কেন্দ্রের (টিএসসি) ভেতরে ছিল ছাত্রলীগের স্টাম্পের স্তূপ। বিকেল পৌনে ছয়টার দিকে টিএসসির ভেতর থেকে আঁটি করে বাঁধা স্টাম্পগুলো বের করে নেতা-কর্মীদের হাতে হাতে বিতরণ করা হয়েছে৷

একাধিক ছাত্রলীগ নেতা প্রথম আলোকে জানিয়েছেন, টিএসসিতে সমাবেশকে কেন্দ্র করে জড়ো হওয়া ছাত্রলীগ নেতা-কর্মীরা চানখাঁরপুলকেন্দ্রিক সংঘর্ষে যোগ দেবেন। সে জন্যই তাঁদের হাতে হাতে স্টাম্প বিতরণ করা হচ্ছে।

সন্ধ্যা ৬টা ৫ মিনিটে এই প্রতিবেদন লেখার সময় ছাত্রলীগ নেতা-কর্মীরা স্টাম্প হাতে টিএসসিতে অবস্থান করছিলেন। অনেকের হাতে লাঠি, কাঠ ইত্যাদিও রয়েছে৷ তাঁদের অনেকের মাথায় হেলমেট রয়েছে৷ ঢাকা বিশ্ববিদ্যালয় ও ঢাকার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান ছাড়াও ছাত্রলীগের ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ শাখার বিপুলসংখ্যক নেতা-কর্মী দেশীয় অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে টিএসসিতে অবস্থান করছেন৷