সাবেক পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন বলেছেন, তাঁর নির্বাচনী এলাকা সিলেটে কিছু সন্ত্রাসী নিত্যপ্রয়োজনীয় পণ্যবাহী ট্রাক থেকে নিয়মিত চাঁদা আদায় করছে। চাঁদাবাজদের অত্যাচারে ব্যবসায়ীরা অত্যন্ত অসন্তুষ্ট। তিনি এই চাঁদাবাজি বন্ধ এবং চাঁদাবাজির মাধ্যমে আদায় করা টাকা বাজেয়াপ্ত করতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন।
আজ মঙ্গলবার জাতীয় সংসদে ‘জরুরি জন–গুরুত্বসম্পন্ন বিষয়ে মনোযোগ আকর্ষণ’ নোটিশের আলোচনায় এ কে আব্দুল মোমেন এই আহ্বান জানান। সংসদের কার্যপ্রণালি বিধির ৭১ ধারায় আনা নোটিশের মধ্যে যেগুলো গ্রহণ করা সম্ভব হয় না, সেগুলো নিয়ে দুই মিনিট করে আলোচনার সুযোগ পান সংশ্লিষ্ট সংসদ সদস্যরা।
সিলেট–১ (সদর) আসনের সংসদ সদস্য এ কে আব্দুল মোমেন বলেন, তাঁর নির্বাচনী এলাকার ক্ষুদ্র ও মাঝারি ব্যবসায়ীরা তাঁর কাছে অভিযোগ করেছেন স্থানীয় কিছু সন্ত্রাসী প্রতি রাতে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যসামগ্রী যেমন শাকসবজি, চিনি ইত্যাদি পরিবহনে আসা ট্রাকগুলোর প্রতিটি থেকে ৫ থেকে ১০ হাজার টাকা জোর করে নেয়। চাঁদা না দিলে ট্রাক ছিনতাই করে।
সাবেক পররাষ্ট্রমন্ত্রী বলেন, তিনি এ বিষয়ে স্থানীয় পুলিশ ও প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করার পর দুই–এক দিনের জন্য সন্ত্রাসী তৎপরতা কিছুটা কমেছিল। কিন্তু পরবর্তী সময়ে তা আবার শুরু হয়। এই চাঁদাবাজদের অত্যাচারে স্থানীয় ব্যবসায়ীরা অত্যন্ত অসন্তুষ্ট। স্থানীয় সংসদ সদস্য হিসেবে তিনি এই চাঁদাবাজি বন্ধ এবং সন্ত্রাসীরা চাঁদাবাজির মাধ্যমে যে টাকা সংগ্রহ করেছে, তা বাজেয়াপ্ত করতে বিশেষ ব্যবস্থা নেওয়ার জন্য সরকারের প্রতি আহ্বান জানান।
দ্রুত নিত্যপণ্যের দাম নিয়ন্ত্রণে আনার জন্য বাণিজ্য প্রতিমন্ত্রীর প্রতি আহ্বান জানিয়েছেন সরকারি দলের হুইপ নজরুল ইসলাম। ‘জরুরি জন–গুরুত্বসম্পন্ন বিষয়ে মনোযোগ আকর্ষণের’ আলোচনায় অংশ নিয়ে তিনি এই আহ্বান জানান।
সংসদ সদস্য নজরুল ইসলাম বলেন, এ সময়ে বড় সমস্যা প্রায় সব নিত্যপণ্যের দাম বেড়ে যাওয়া। বিশ্বে মুদ্রাস্ফীতি নিম্নমুখী, এখন দেশে নিত্যপণ্যের দাম কীভাবে কমানো যায়, তার জন্য বাণিজ্যমন্ত্রীকে (প্রতিমন্ত্রী) প্রধানমন্ত্রী নির্দেশনা দিচ্ছেন।’