কলেজ অব এভিয়েশন টেকনোলজির নবীনবরণ অনুষ্ঠানে শিক্ষার্থীরা
কলেজ অব এভিয়েশন টেকনোলজির নবীনবরণ অনুষ্ঠানে শিক্ষার্থীরা

কলেজ অব এভিয়েশন টেকনোলজিতে নবীনবরণ অনুষ্ঠিত

কলেজ অব এভিয়েশন টেকনোলজির ২০২৩-২৪ সেশনের বিএসসি (অনার্স) ইন অ্যারোনটিক্যাল ইঞ্জিনিয়ারিং এবং বিবিএ (অনার্স) ইন এভিয়েশন ম্যানেজমেন্ট ডিপার্টমেন্টে নবীনবরণ অনুষ্ঠিত হয়েছে। গত শনিবার রাজধানীর কুর্মিটোলায় অবস্থিত আর্মি গলফ ক্লাবে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

নবীনবরণ অনুষ্ঠান ঘিরে কলেজ ক্যাম্পাসে ছিল উৎসবমুখর পরিবেশ

নবীনবরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলেজ অব এভিয়েশন টেকনোলজির ব্যবস্থাপনা পরিচালক সুমন সরকার। এ ছাড়া প্রতিষ্ঠানের বিভিন্ন পদে দায়িত্বরত শিক্ষক ও নতুন শিক্ষার্থীদের অভিভাবকেরা উপস্থিত ছিলেন।

নবীনদের স্বাগত জানিয়ে তাঁদের উদ্দেশে বক্তব্য দেন প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক সুমন সরকার। তিনি নবীন শিক্ষার্থীদের আধুনিক শিক্ষায় শিক্ষিত হয়ে বাংলাদেশকে বিশ্বদরবারে উপস্থাপন করার মতো যোগ্যতা অর্জনের তাগিদ দেন।

অনুষ্ঠানে নবীনেরা আনন্দমুখর পরিবেশের মধ্যে দিয়ে তাঁদের বিশ্ববিদ্যালয়জীবনের যাত্রা শুরু করেন। অনুষ্ঠানজুড়ে ছিল নাচ, গান, কবিতা পাঠ ও মঞ্চনাটক। অনুষ্ঠান শেষে শিক্ষার্থীদের ভোটের মাধ্যমে নির্বাচিত ১১ জন পারফরমারকে মেডেল দেওয়া হয়।