সকালেই পড়ুন আলোচিত ৫ খবর

শুভ সকাল। আজ ১২ জুলাই, শুক্রবার। গতকাল বৃহস্পতিবার প্রথম আলোর অনেক আলোচিত সংবাদ হয়তো আপনার চোখ এড়িয়ে গেছে। তাই আজ দিনের শুরুতেই পড়তে পারেন দেশ-বিদেশের আলোচিত পাঁচ খবর।

সব কোটা বজায় রাখতে হবে, প্রয়োজনে বাড়ানো-কমানো যাবে

হাইকোর্ট
ফাইল ছবি

সরকারি দপ্তর, স্বায়ত্তশাসিত বা আধা স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান ও বিভিন্ন করপোরেশনে চাকরিতে সরাসরি নিয়োগের ক্ষেত্রে (৯ম থেকে ১৩তম গ্রেড) মুক্তিযোদ্ধাসহ বিদ্যমান কোটা বাতিলসংক্রান্ত ২০১৮ সালের পরিপত্র অবৈধ ঘোষণা করে হাইকোর্টের দেওয়া রায় প্রকাশিত হয়েছে। বৃহস্পতিবার বিকেলে রায়ের সিদ্ধান্ত, নির্দেশনা ও আদেশসংবলিত অংশ প্রকাশ করা হয়। বিস্তারিত পড়ুন...

শিক্ষার্থীরা লিমিট ক্রস করে যাচ্ছেন: স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান

সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীদের অযথা রাস্তায় ভিড় না করতে অনুরোধ করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান। তিনি শিক্ষার্থীদের নিজ নিজ শিক্ষাঙ্গনে ফিরে যাওয়ার অনুরোধ করেছেন। বৃহস্পতিবার সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান এ কথা বলেন। বিস্তারিত পড়ুন...

কোটাবিরোধী আন্দোলনকারীরা সর্বোচ্চ আদালতের বিরুদ্ধে শক্তি প্রদর্শন করছেন: ওবায়দুল কাদের

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের

কোটাবিরোধী আন্দোলনকারীরা জনজীবনকে জিম্মি করে আইনি পন্থায় না গিয়ে দেশের সর্বোচ্চ আদালতের বিরুদ্ধে শক্তি প্রদর্শন করছেন বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তিনি বলেন, এটি অনভিপ্রেত ও সম্পূর্ণ বেআইনি। বৃহস্পতিবার ধানমন্ডিতে আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনার রাজনৈতিক কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন ওবায়দুল কাদের।বিস্তারিত পড়ুন...

ক্যানসার আক্রান্ত অভিনেত্রী হিনা খানের আবেগঘন পোস্ট

হিনা খান। অভিনেত্রীর ইনস্টাগ্রাম থেকে

ক্যানসারের বিরুদ্ধে লড়াই করছেন জনপ্রিয় ভারতীয় অভিনেত্রী হিনা খান। গত ২৮ জুন জানা যায় যে স্তন ক্যানসারের তৃতীয় গ্রেডে আক্রান্ত তিনি। আর এ কথা সামাজিক যোগাযোগমাধ্যমে হিনা নিজেই জানিয়েছিলেন। কিন্তু ক্যানসারের মতো জটিল রোগের কাছে এতটুকু হার মানেননি এই টেলি নায়িকা। ইনস্টাগ্রামে নানান পোস্টের মাধ্যমে সব সময় সাহসিকতার পরিচয় দিয়েছেন তিনি। তবে হিনার সদ্য এক পোস্টে ঝরে পড়েছে তাঁর নিদারুণ যন্ত্রণা। বিস্তারিত পড়ুন...

টাকার অভাবে তাইওয়ানে যাওয়া হচ্ছে না হকি দলের

তাইওয়ানে দল পাঠাতে পারছে না বাংলাদেশ হকি ফেডারেশন

আমন্ত্রণমূলক হকি টুর্নামেন্টে খুব একটা খেলার সুযোগ আসে না বাংলাদেশের সামনে। এবার অনেক দিন পর তাইওয়ান থেকে আমন্ত্রণ পেয়ে দল পাঠাতে চেয়েছিল বাংলাদেশ হকি ফেডারেশন। ২৫ জুলাই শুরু হতে যাওয়া ৮ জাতির টুর্নামেন্টের জন্য বাংলাদেশ দলের ক্যাম্প শুরুর পরিকল্পনা ছিল ৮ জুলাই থেকে। কিন্তু ১১ জুলাই পেরিয়ে গেলেও ক্যাম্পের খবর নেই। বিস্তারিত পড়ুন...