ইউনিভার্সেল মেডিকেল কলেজ হাসপাতাল ও সৌদি আরবের ইন্টারহেলথ হাসপাতালের মধ্যে একটি স্মারক চুক্তি সই হয়েছে। এই চুক্তির মাধ্যমে হাসপাতাল দুটি স্বাস্থ্যশিক্ষা ও স্বাস্থ্যসেবা নিয়ে একত্রে কাজ করবে।
গত বুধবার রাজধানীর একটি হোটেলে হাসপাতাল দুটির মধ্যে চুক্তি সই অনুষ্ঠানের আয়োজ করা হয়। ইউনিভার্সেল মেডিকেল কলেজ হাসপাতালের পক্ষে চুক্তিতে সই করেন প্রতিষ্ঠানের চেয়ারম্যান প্রীতি চক্রবর্ত্তী ও ইন্টারহেলথ হাসপাতালের পক্ষে সই করেন প্রতিষ্ঠানের প্রধান নির্বাহী কর্মকর্তা মতিক সাদ আল শেহরানি। এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।
চুক্তি সই অনুষ্ঠানে সৌদি আরবের বিনিয়োগ মন্ত্রণালয়ের ডেপুটি মিনিস্টার বদর আল বদর ও বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা) নির্বাহী চেয়ারম্যান লোকমান হোসেন মিয়ার উপস্থিত ছিলেন।
এ সময় আরও উপস্থিত ছিলেন বিডার ইন্টারন্যাশনাল ইনভেস্টমেন্ট প্রমোশন উইংয়ের নির্বাহী সদস্য মোহসিনা ইয়াসমিন, ইউনিভার্সেল মেডিকেল কলেজ হাসপাতালের প্রধান হিসাব রক্ষণ কর্মকর্তা দীপংকর দত্ত (এসিএস), মানব সম্পদ ও সাপ্লাই চেইন বিভাগের মহাব্যবস্থাপক উইং কমান্ডার (অব.) মো: আবদুল হাফিজ সরকার প্রমুখ।