রাজধানীতে সংস্কৃতির খবর

ধানমন্ডির আলিয়ঁস ফ্রঁসেজ দো ঢাকায় চলছে উত্তম কুমার রায়ের একক চিত্র প্রদর্শনী
ধানমন্ডির আলিয়ঁস ফ্রঁসেজ দো ঢাকায় চলছে উত্তম কুমার রায়ের একক চিত্র প্রদর্শনী

আলিয়ঁস ফ্রঁসেজ দো ঢাকা
‘গল্পের বাস্তবতা’ শীর্ষক উত্তম কুমার রায়ের একক চিত্র প্রদর্শনী, ৫ থেকে ১৩ জুলাই, ধানমন্ডির আলিয়ঁস ফ্রঁসেজ দো ঢাকায়। সোম থেকে শনিবার বেলা তিনটা থেকে রাত নয়টা পর্যন্ত প্রদর্শনী চলবে।

বেঙ্গল শিল্পালয়
নৌকা নিয়ে শিল্পী ওয়াকিলুর রহমানের ভাস্কর্য স্থাপনা শিল্পকর্ম প্রদর্শনী ‘মনন খনন’ ধানমন্ডির বেঙ্গল শিল্পালয়ে, ৫ জুলাই থেকে শুরু হয়ে চলবে ৩ সেপ্টেম্বর পর্যন্ত। রোববার ছাড়া সপ্তাহের অন্য দিন বিকেল চারটা থেকে রাত আটটা পর্যন্ত প্রদর্শনীটি উন্মুক্ত।

গ্যালারি কায়া
রাজধানীর উত্তরায় গ্যালারি কায়ার ২০তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ৫ জুলাই থেকে বিশিষ্ট ও নবীন ৩৫ শিল্পীর যৌথ শিল্পকর্ম প্রদর্শনী শুরু হয়েছে, চলবে ১৯ জুলাই পর্যন্ত। বেলা সাড়ে ১১টা থেকে রাত ৮টা পর্যন্ত প্রদর্শনী সবার জন্য উন্মুক্ত।

‘রাজার চিঠি’ নাটকের একটি দৃশ্য

মঞ্চ নাটক: বাংলাদেশ শিল্পকলা একাডেমি

—জাতীয় নাট্যশালার মূল মিলনায়তনে ১১ জুলাই, সন্ধ্যা ৭টায় মঞ্চস্থ হবে জাগরণী থিয়েটারের নাটক ‘রাজার চিঠি’।
—জাতীয় নাট্যশালার মূল মিলনায়তনে ১২ জুলাই, সন্ধ্যা ৭টায় মাহাকাল নাট্য সম্প্রদায়ের নাটক ‘শিখণ্ডী কথা’ (২০০তম প্রদর্শনী)।
—জাতীয় নাট্যশালার মূল মিলনায়তনে ১৪ জুলাই, সন্ধ্যা ৭টায় মঞ্চস্থ হবে এথিক নাট্যদলের নাটক ‘রাজদ্রোহী’।
—জাতীয় নাট্যশালার পরীক্ষণ মিলনায়তনে ১১ জুলাই, সন্ধ্যা ৭টায় স্পেস অ্যান্ড অ্যাক্টিং রিসার্চ সেন্টারের মঞ্চনাটক ‘বউদের পাঠশালা’।
—জাতীয় নাট্যশালার পরীক্ষণ মিলনায়তনে ১৩ জুলাই, সন্ধ্যা ৭টায় লোক নাট্যদলের (বনানী) ‘সোনাই মাধব’।
—জাতীয় নাট্যশালার পরীক্ষণ মিলনায়তনে ১৫ জুলাই, সন্ধ্যা ৭টায় মঞ্চস্থ হবে সুবচন নাট্য সংসদের নাটক ‘মহাজনের নাও’।
—জাতীয় নাট্যশালার স্টুডিও থিয়েটার মিলনায়তনে ১২ ও ১৩ জুলাই, সন্ধ্যা ৭টায় বাংলাদেশ শিল্পকলা একাডেমির ‘যাত্রা প্রদর্শনী’।