শুভ সকাল। আজ ১৮ অক্টোবর, বুধবার। গতকাল মঙ্গলবার প্রথম আলোর অনেক আলোচিত সংবাদ হয়তো আপনার চোখ এড়িয়ে গেছে। তাই আজ দিনের শুরুতেই পড়তে পারেন দেশ-বিদেশের আলোচিত পাঁচ খবর ও বিশ্লেষণ।
প্রাণিসম্পদ অধিদপ্তরের মহাপরিচালককে (ডিজি) শারীরিকভাবে লাঞ্ছিত করার অভিযোগ উঠেছে পরিচালক পদমর্যাদার এক কর্মকর্তার বিরুদ্ধে। ১২ অক্টোবর রাজধানীর ফার্মগেটে প্রাণিসম্পদ অধিদপ্তরে এ ঘটনা ঘটে। যাঁর বিরুদ্ধে অভিযোগ উঠেছে, তাঁর নাম মো. আজিজুল ইসলাম। ঘটনার দিনই বিষয়টি লিখিতভাবে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সচিব নাহিদ রশীদকে জানান মহাপরিচালক মো. এমদাদুল হক তালুকদার। তবে অভিযোগ মিথ্যা বলে প্রথম আলোর কাছে দাবি করেছেন আজিজুল। বিস্তারিত পড়ুন...
এক যুগ্ম সচিবের সঙ্গে নারীর ‘ঘনিষ্ঠ মুহূর্তের’ ছড়িয়ে পড়া ভিডিও নিয়ে এখন বরগুনায় আলোচনা চলছে। এই যুগ্ম সচিব একসময় বরগুনার জেলা প্রশাসক (ডিসি) হিসেবে কর্মরত ছিলেন। সর্বশেষ ৪ সেপ্টেম্বর পদোন্নতি পেয়ে যুগ্ম সচিব হয়ে তিনি ঢাকায় একটি মন্ত্রণালয়ে কাজ করছেন। বিস্তারিত পড়ুন...
গত শুক্রবার কুমিল্লার লালমাইয়ের ঘটনা। সেখানকার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) গেছেন মসজিদে জুমার নামাজ পড়তে। খুতবা শেষে জুমার নামাজ শুরুর আগে ওই ইউএনওকে একটু সরে কাতারে (লাইনে) দাঁড়াতে বলেছিলেন মসজিদের ইমাম। এটি ওই ইউএনওর পছন্দ হয়নি। নামাজ শেষে তিনি ওই ইমামকে ডেকে নিয়ে জিজ্ঞাসা করেন, ‘আপনি আমাকে চেনেন?’ বিস্তারিত পড়ুন...
ফিলিস্তিনের সশস্ত্র গোষ্ঠী হামাসের সঙ্গে সংঘাতের শুরু থেকেই যুক্তরাষ্ট্রকে পাশে পেয়েছে ইসরায়েল। দেশটির সামরিক বাহিনীকে সমরাস্ত্র দিয়ে সহায়তা করেছে ওয়াশিংটন। ইসরায়েল ঘিরে মোতায়েন করা হয়েছে মার্কিন রণতরি, যুদ্ধজাহাজ ও যুদ্ধবিমান। এ তৎপরতার অংশ হিসেবে যুক্তরাষ্ট্র এবার সেনাসদস্য প্রস্তুত করেছে
বিস্তারিত পড়ুন ...
সাকিব আল হাসান হোটেলে ঢুকলেন হাসিমুখে। বেরিয়েছিলেন দুপুর ১২টায়। ফিরতে ফিরতে প্রায় সন্ধ্যা ৭টা। চোখেমুখে একটু ক্লান্তির ছাপ তো থাকবেই। তবে হাসিমুখটা এখানে খুব গুরুত্বপূর্ণ। এটির বিশেষ তাৎপর্য আছে। তা প্রায় সাত ঘণ্টা হোটেলের বাইরে কোথায় ছিলেন? উত্তর—অনুশীলনে। এতক্ষণ কেন, এই প্রশ্নের প্রথম উত্তর পুনের মহারাষ্ট্র ক্রিকেট অ্যাসোসিয়েশন স্টেডিয়াম শহর থেকে অনেক দূরে। গুগলস ম্যাপে টিমের হোটেল থেকে দূরত্ব দেখায় ৩২.২ কিলোমিটার। বাংলাদেশ দলের যেতে লেগেছে সোয়া ঘণ্টার মতো। ফিরতে এক ঘণ্টার একটু বেশি। এখানেই তো চলে গেছে সোয়া দুই ঘণ্টা। গিয়েই তো মাঠে নেমে পড়েননি ক্রিকেটাররা। মধ্যাহ্নভোজ তাঁরা মাঠে গিয়েই সেরেছেন। বিস্তারিত পড়ুন...