মির্জা আব্বাসের ৫ দিনের রিমান্ড মঞ্জুর

মির্জা আব্বাসকে আজ বুধবার বেলা দেড়টার দিকে ঢাকার আদালতে নেওয়া হয়
ছবি: শুভ্র কান্তি দাশ

বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসের পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালতের ম্যাজিস্ট্রেট শফি উদ্দিন আজ বুধবার বিকেল চারটার দিকে এ আদেশ দেন।

গত ২৮ অক্টোবর রাজধানীর নয়াপল্টনে বিএনপির নেতা-কর্মীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ হয়। এ সংঘর্ষের ঘটনায় রাজধানীর শাহজাহানপুর থানার একটি মামলায় গতকাল মঙ্গলবার রাতে মির্জা আব্বাসকে গ্রেপ্তার করে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা বিভাগ (ডিবি)।

ওই মামলায় মির্জা আব্বাসকে আজ বেলা দেড়টার দিকে ঢাকার আদালতে আনে ডিবি। তাঁকে জিজ্ঞাসাবাদের জন্য পাঁচ দিনের রিমান্ডের আবেদন জানায় পুলিশ।

আদালতে শুনানিতে মির্জা আব্বাস বলেন, তাঁর ৫০ বছরের রাজনৈতিক জীবনে তিনি বহু মিটিং, আন্দোলন করেছেন। এরশাদ সরকারের পতনও ঘটিয়েছেন। বিগত ১৫ বছর ধরে বিএনপি আন্দোলন করছে। কোথাও কি দেখেছেন, এমন কোনো গন্ডগোল হয়েছে? নেতৃত্ব শূন্য করার জন্যই ষড়যন্ত্র চলছে। এমন এক সময় আসবে, যখন নেতা থাকবে না। নেতৃত্ব শূন্য করে দেওয়া হবে। তাঁদের মতো নেতাদের শেষ করে দেওয়া হবে।

মির্জা আব্বাস বলেন, আদালত কী সিদ্ধান্ত নেবেন, কী দেবেন, সে বিষয়ে তাঁর কোনো বক্তব্য নেই। তবে ভবিষ্যতের রেফারেন্সের জন্য তিনি আদালতে এসব কথা বলে গেলেন।

শুনানি শেষে মির্জা আব্বাসের পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করে আদেশ দেন আদালত। আদেশের পর মির্জা আব্বাসকে আদালত থেকে নিয়ে যাওয়া হয়।