সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র কারাবন্দী চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীর আইনজীবী উল্লেখ করে বাংলাদেশে রমেন রায়ের ওপর হামলার খবর প্রকাশ ও প্রচার করেছে ভারতের বিভিন্ন সংবাদমাধ্যম। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সেও এ খবর ছড়িয়ে পড়েছে। ফ্যাক্টচেক বা তথ্য যাচাই সংস্থা রিউমর স্ক্যানার জানিয়েছে, খবরটি সঠিক নয়।
রিউমর স্ক্যানারের অনুসন্ধানে জানা গেছে, রমেন রায় কারাবন্দী চিন্ময় কৃষ্ণ দাসের আইনজীবী নন। আর আইনজীবী রমেন রায় আহত হয়েছেন ঠিকই; তবে সেটা গত রাতে হামলায় নয়। তিনি গত ২৫ নভেম্বর ঢাকায় সংঘর্ষে আহত হন।
আজ বুধবার এক ফেসবুক পোস্টে রিউমর স্ক্যানার জানায়, বিভিন্ন ভারতীয় সংবাদমাধ্যম এবং এক্স অ্যাকাউন্টে ছড়িয়ে পড়া খবরে দাবি করা হয়েছে, রমেন রায় কারাবন্দী চিন্ময় কৃষ্ণ দাসের আইনজীবী। চিন্ময় কৃষ্ণ দাসের পক্ষে আইনি লড়াই করায় তাঁর ওপর হামলা হয়েছে। ইসকন কলকাতার মুখপাত্রের এক্স পোস্টের বরাতে ছড়ানো খবরটি সঠিক নয়।
পোস্টে রিউমর স্ক্যানার আরও বলেছে, রমেন রায় যে চিন্ময় কৃষ্ণ দাসের আইনজীবী নন, সেটা সনাতনী জাগরণ জোট ও রিউমর স্ক্যানার নিশ্চিত করেছে। আর রমেন রায় আহত হয়েছেন ২৫ নভেম্বরের ঘটনায়।