আইনমন্ত্রী আনিসুল হক বলেছেন, সবকিছু বিবেচনা করেই মেয়েদের বিয়ের বয়স ১৮ বছর করা হয়েছে। কাজেই ১৮ বছরের কম বয়সী মেয়েদের বিয়ে নিবন্ধন না করতে কাজিদের নির্দেশ দিয়েছেন তিনি।
আজ মঙ্গলবার রাজধানীতে আয়োজিত এক আলোচনা সভায় আইনমন্ত্রী এ কথা বলেন বলে আইন মন্ত্রণালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিবের ৪৭তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে বাংলাদেশ মুসলিম নিকাহ রেজিস্ট্রার কল্যাণ সমিতি আলোচনা সভার আয়োজন করে।
সভায় আনিসুল হক বলেন, বঙ্গবন্ধুর আদর্শের ভিত্তি ছিল দেশপ্রেম, মানুষের প্রতি গভীর ভালোবাসা। এখন কর্তব্য হবে তাঁর প্রতি ভালোবাসা দেখানো।
আইনমন্ত্রী দুঃখ প্রকাশ করে বলেন, পাকিস্তানি সামরিক শাসকেরাও যাঁকে মারার সাহস দেখাতে পারেনি, সেখানে এ দেশেরই কিছুসংখ্যক কুলাঙ্গার সন্তান দেশি-বিদেশি অপশক্তির সহায়তায় বঙ্গবন্ধুকে সপরিবার হত্যা করেছে। শুধু হত্যা করেই তারা ক্ষান্ত হয়নি। হত্যাকারীদের পুরস্কৃত করা হয়েছে। ২৫ বছর এ হত্যাকাণ্ডের বিচারের পথ রুদ্ধ করে রাখা হয়েছিল। ২০০১ থেকে ২০০৬ সালের মধ্যে হাইকোর্টের সাতজন বিচারপতি বঙ্গবন্ধু হত্যা মামলার আপিল শুনানি গ্রহণ করতে বিব্রত বোধ করেছিলেন। এই ছিল তাদের চিন্তাধারা ও কর্ম।
বাংলাদেশ মুসলিম নিকাহ রেজিস্ট্রার কল্যাণ সমিতির সভাপতি কাজি মো. মামুনুর রশিদের সভাপতিত্বে আলোচনা সভায় আরও বক্তব্য দেন আইন ও বিচার বিভাগের সচিব মো. গোলাম সারওয়ার, নিবন্ধন অধিদপ্তরের মহাপরিদর্শক শহিদুল আলম, আয়োজক সমিতির মহাসচিব হাফেজ সাগর আহমেদ।