সকালেই পড়ুন আলোচিত ৫ খবর

শুভ সকাল। আজ ১২ জুন, বুধবার। গতকাল মঙ্গলবার প্রথম আলোর অনেক আলোচিত সংবাদ হয়তো আপনার চোখ এড়িয়ে গেছে। তাই আজ দিনের শুরুতেই পড়তে পারেন দেশ-বিদেশের আলোচিত পাঁচ খবর ও বিশ্লেষণ।

আনোয়ারুল হত্যা: ঝিনাইদহ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আটক

সংসদ সদস্য আনোয়ারুল আজীম
ছবি: আনোয়ারুল আজীমের ফেসবুক থেকে

সংসদ সদস্য আনোয়ারুল আজীম হত্যাকাণ্ডে ঝিনাইদহ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাইদুল করিমকে (মিন্টু) আটক করা হয়েছে। মঙ্গলবার বিকেলে রাজধানীর ধানমন্ডি থেকে তাঁকে আটক করে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ।
বিস্তারিত পড়ুন ...

নতুন সেনাপ্রধান হলেন লেফটেন্যান্ট জেনারেল ওয়াকার-উজ-জামান

নতুন সেনাপ্রধান লেফটেন্যান্ট জেনারেল ওয়াকার-উজ-জামান

সেনাবাহিনী প্রধান হিসেবে নিয়োগ পেয়েছেন লেফটেন্যান্ট জেনারেল ওয়াকার-উজ-জামান। মঙ্গলবার আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা গেছে। ২৩ জুন থেকে আগামী তিন বছরের জন্য তিনি সেনাপ্রধান হিসেবে নিয়োগ পেলেন। বিস্তারিত পড়ুন...

ধর্ষণ মামলায় টিকটকার প্রিন্স মামুন কারাগারে

টিকটকার আবদুল্লাহ আল মামুন ওরফে প্রিন্স মামুন

ধর্ষণ মামলায় টিকটকার আবদুল্লাহ আল মামুন ওরফে প্রিন্স মামুনকে (২৫) রিমান্ডে নেওয়ার আবেদন নাকচ করে কারাগারে পাঠিয়েছেন আদালত। ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালতের ম্যাজিস্ট্রেট মামুনুর রশীদ মঙ্গলবার এই আদেশ দেন। বিস্তারিত পড়ুন...

ভারতের নির্বাচনে ধ্রুব রাঠির প্রভাব কতটা কাজ করেছে

ধ্রুব রাঠি

গত ১৬ মে ভারতের দ্য হিন্দু পত্রিকার অনলাইনে প্রকাশিত একটা লেখার শিরোনাম ছিল ‘সোশ্যাল মিডিয়াস ইমপ্যাক্ট অন ইন্ডিয়ান পলিটিকস’। লেখাটি শুরুই হয়েছিল উত্তর প্রদেশের এক তরুণের উদ্ধৃতি দিয়ে। সেই তরুণ বলেন, কংগ্রেস যদি এবার নির্বাচনে জেতে, তা হবে ধ্রুব রাঠির কারণে। বিস্তারিত পড়ুন...

‘সাকিবের লজ্জা পাওয়া উচিত, নিজেরই বলা উচিত অবসর নিচ্ছি’

সাকিব আল হাসান

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে করেছেন মাত্র ১ ওভার। উইকেট পাননি, দিয়েছেন ৬ রান। ব্যাট হাতে আউট হন মাত্র ৩ রান করে। এর আগে শ্রীলঙ্কার বিপক্ষেও বোলিংয়ের কোটা পূর্ণ করেননি। ব্যাট হাতে দলকে বিপদে ফেলে ৮ রান করে আউট হয়ে গেছেন।
বিস্তারিত পড়ুন...