সারা দেশে সাংগঠনিক বিস্তৃতির অংশ হিসেবে এবার কুড়িগ্রাম জেলায় ২৩১ সদস্যের আহ্বায়ক কমিটি গঠন করেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। জেলা পর্যায়ে এটি তাদের ১৪তম আহ্বায়ক কমিটি।
আজ শুক্রবার বিকেলে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ভেরিফায়েড ফেসবুক পেজে কুড়িগ্রাম জেলার কমিটি প্রকাশ করা হয়। সংগঠনের আহ্বায়ক হাসনাত আবদুল্লাহ ও সদস্যসচিব আরিফ সোহেল ছয় মাসের জন্য এই কমিটি অনুমোদন করেছেন।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কুড়িগ্রাম জেলার কমিটিতে আবদুল আজিজ নাহিদকে আহ্বায়ক, ফয়সাল আহমেদ সাগরকে সদস্যসচিব, সাদিকুর রহমানকে মুখ্য সংগঠক ও জান্নাতুল তহুরাকে মুখপাত্র করা হয়েছে। তাঁদের মধ্যে প্রথম তিনজন কুড়িগ্রাম সরকারি কলেজের শিক্ষার্থী। মুখপাত্র জান্নাতুল কুড়িগ্রাম পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থী। এই কমিটিতে ১২ জনকে যুগ্ম আহ্বায়ক, ১৮ জনকে যুগ্ম সদস্যসচিব, ৩২ জনকে সংগঠক ও ১৬৫ জনকে সদস্য করা হয়েছে।
এর আগে ২ থেকে ২৬ নভেম্বর পর্যন্ত দেশের ১৩টি জেলা ও ২টি মহানগরে আহ্বায়ক কমিটি ঘোষণা করেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। জেলাগুলো হলো কুষ্টিয়া, নড়াইল, চুয়াডাঙ্গা, সুনামগঞ্জ, নেত্রকোনা, মেহেরপুর, ঝিনাইদহ, শেরপুর, চাঁপাইনবাবগঞ্জ, জামালপুর, কুমিল্লা, রংপুর ও যশোর। দুই মহানগর হলো কুমিল্লা ও রংপুর মহানগর। সব কটি কমিটিই ছয় মাসের জন্য অনুমোদন দেওয়া হয়েছে।
আরও এক থানায় নাগরিক কমিটি
এদিকে নারায়ণগঞ্জ সদর থানায় ৭১ সদস্যের প্রতিনিধি কমিটি গঠন করেছে জাতীয় নাগরিক কমিটি। গতকাল বৃহস্পতিবার এই কমিটি অনুমোদন করেন জাতীয় নাগরিক কমিটির আহ্বায়ক নাসীরুদ্দীন পাটওয়ারী ও সদস্যসচিব আখতার হোসেন।
৮ নভেম্বর রাজধানীর যাত্রাবাড়ী থানায় প্রতিনিধি কমিটি গঠনের মধ্য দিয়ে জাতীয় নাগরিক কমিটির সাংগঠনিক বিস্তৃতির কার্যক্রম শুরু হয়। সর্বশেষ ঘোষিত কমিটিসহ এখন পর্যন্ত দেশের ২৬টি থানা ও উপজেলায় জাতীয় নাগরিক কমিটি গঠন করা হয়েছে। এর মধ্যে ঢাকার ১৭টি থানায় কমিটি করা হয়েছে। অন্য ৯টি থানা-উপজেলা ঢাকার বাইরের।