সকালেই পড়ুন আলোচিত ৫ খবর

শুভ সকাল। আজ ১ জুন, শনিবার। গতকাল শুক্রবার ছুটির দিনে প্রথম আলোর অনেক আলোচিত সংবাদ হয়তো আপনার চোখ এড়িয়ে গেছে। তাই আজ দিনের শুরুতেই পড়তে পারেন দেশ-বিদেশের আলোচিত পাঁচ খবর ও বিশ্লেষণ।

বারবার চক্র, বারবার বন্ধ মালয়েশিয়ার শ্রমবাজার

১৫ বছরে তিন দফায় মালয়েশিয়ায় বাংলাদেশের শ্রমবাজার বন্ধ হয়েছে। প্রতিবারই শ্রমিক পাঠানোর ক্ষেত্রে চক্র বা সিন্ডিকেট গঠনের বিষয়টি সামনে এসেছে। এরপর চক্রের বিরুদ্ধে অনিয়ম, দুর্নীতি ও ঘুষের অভিযোগ ওঠে।
বিস্তারিত পড়ুন...

পাওনা টাকার জন্য গৃহবধূকে দিনের পর দিন ধর্ষণ, বিষপানে ‘আত্মহত্যা’

ধর্ষণ

কুড়িগ্রামের রাজীবপুর উপজেলায় ধার নেওয়া ২০ হাজার টাকা সময়মতো পরিশোধ করতে না পারায় এক গৃহবধূকে দুই মাস ধরে দলবদ্ধ ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের কাছে অভিযোগ করে বিচার না পেয়ে ভুক্তভোগী গৃহবধূ ও তাঁর স্বামী বিষপান করেন। এতে স্বামী বেঁচে গেলেও ওই গৃহবধূ মারা যান। ওই দম্পতির তিন বছরের একটি শিশুসন্তান রয়েছে।
বিস্তারিত পড়ুন...

দেশরক্ষা বাঁধ খেয়ে ফেলছে মহাজাগতিক ইঁদুর

ভেঙে যাওয়া বাঁধটি স্বেচ্ছাশ্রমে মেরামতের চেষ্টা করছেন এলাকাবাসী। বুধবার খুলনার কয়রার দশালিয়া এলাকায় কপোতাক্ষ নদের পাড়ে।

প্রথম আলোর প্রথম পৃষ্ঠায় (৩০ মে, ২০২৪) একটা ছবির দিকে তাকিয়ে আছি। খুলনার কয়রার দশালিয়া এলাকায় কপোতাক্ষ নদের পাড়ে সাধারণ মানুষ একটা ভেঙে যাওয়া বাঁধ নিজেরা মেরামতের চেষ্টা করছেন। শত শত মানুষ হাত লাগিয়েছেন। ঘূর্ণিঝড় রিমাল বাংলাদেশের অনেক অঞ্চলে ব্যাপক ধ্বংসযজ্ঞ চালিয়েছে। জানমালের ক্ষতি হয়েছে। লাখ লাখ মানুষ গৃহহীন। খেতের ফসল নষ্ট হয়েছে। লোনাপানি ঢুকে পড়ায় এসব জমিতে ভবিষ্যতে ফসল ফলানো কঠিন হয়ে পড়বে।
বিস্তারিত পড়ুন...

ট্রাম্প দোষী সাব্যস্ত, সাজা ঘোষণা ১১ জুলাই

দোষী সাব্যস্ত হওয়ার পর আদালত কক্ষের বাইরে ডোনাল্ড ট্রাম্প

ব্যবসায়িক নথিপত্রে তথ্য গোপনের অভিযোগে করা মামলায় দোষী সাব্যস্ত হয়েছেন যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। স্থানীয় সময় বৃহস্পতিবার নিউইয়র্কের একটি আদালত এ রায় দেন। ওই মামলায় আনা ৩৪টি অভিযোগের সব কটিতে দোষী সাব্যস্ত হয়েছেন রিপাবলিকান পার্টির এই নেতা।
বিস্তারিত পড়ুন ...

ওয়েস্ট ইন্ডিজের ২৫৭ রানের জবাবে ৯ জনের অস্ট্রেলিয়ার ২২২

খর্বশক্তির অস্ট্রেলিয়াকে পাত্তা দেয়নি ওয়েস্ট ইন্ডিজ

খর্বশক্তির অস্ট্রেলিয়ার ওপর ছড়িই ঘুরিয়েছে স্বাগতিক ওয়েস্ট ইন্ডিজ। তাদের এমন বড় স্কোরের পেছনে মূল অবদান মূলত তিনটি ইনিংসের। তিনে নামা নিকোলাস পুরান ৫ চার ও ৮ ছক্কায় করেছেন ২৫ বলে ৭৫ রান। অধিনায়ক রোভম্যান পাওয়েলের ২৫ বলে ৫২ রানের ইনিংসে ছিল ৪টি করে চার ও ছক্কা। ১৮ বলে ৪৭ রানের অপরাজিত ইনিংসে শেরফ্যান রাদারফোর্ডও মেরেছেন ৪টি করে চার ও ছক্কা।
বিস্তারিত পড়ুন...