অর্থনৈতিক সম্পর্ক বিভাগের (ইআরডি) সচিব হিসেবে নিয়োগ পেয়েছেন একই বিভাগের অতিরিক্ত সচিব মো. শাহরিয়ার কাদের ছিদ্দিকী। আজ বৃহস্পতিবার তাঁকে সচিব পদে পদোন্নতি দিয়ে ইআরডি সচিবের দায়িত্ব দিয়ে প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়।
শাহরিয়ার কাদের ছিদ্দিকী ইআরডির বিদায়ী জ্যেষ্ঠ সচিব শরিফা খানের স্থলাভিষিক্ত হচ্ছেন। শরিফা খান দীর্ঘ সরকারি চাকরিজীবন শেষ করে আগামীকাল শুক্রবার (২৪ নভেম্বর) থেকে অবসরে যাচ্ছেন। স্বাভাবিক নিয়মানুযায়ী তাঁর অবসরের বিষয়েও গতকাল বুধবার পৃথক প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়।
এদিকে পৃথক প্রজ্ঞাপনে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব মো. এহছানে এলাহীর অবসর-উত্তর ছুটি বাতিল করে আগামী ছয় মাসের জন্য একই পদে চুক্তিতে রেখে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার। এ ছাড়া পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগের সচিব মোসাম্মৎ হামিদা বেগমকে পদোন্নতি দিয়ে একই বিভাগের জ্যেষ্ঠ সচিব করা হয়েছে।