বাংলাদেশ সচিবালয়
বাংলাদেশ সচিবালয়

সাংবাদিকদের সচিবালয়ে প্রবেশে সোমবার থেকে অস্থায়ী পাস দেওয়া হবে: তথ্য অধিদপ্তর

সাংবাদিকদের সচিবালয়ে প্রবেশে আগামীকাল সোমবার থেকে অস্থায়ী পাস দেওয়া হবে বলে জানিয়েছে তথ্য অধিদপ্তর (পিআইডি)। আজ রোববার পিআইডির এক তথ্যবিবরণীতে এ কথা জানানো হয়।

তথ্যবিবরণীতে বলা হয়, সম্প্রতি বাংলাদেশ সচিবালয়ের ৭ নম্বর ভবনে সংঘটিত ভয়াবহ অগ্নিকাণ্ডের পরিপ্রেক্ষিতে তদন্তের স্বার্থে দর্শনার্থী, সাক্ষাৎপ্রার্থী ও সাংবাদিকদের সচিবালয়ে প্রবেশে নিষেধ করা হয়েছিল। তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় আগের অ্যাক্রিডিটেশন কার্ড পুনর্মূল্যায়ন করছে, খুব শিগগির নতুন করে স্থায়ী বা অস্থায়ী কার্ড আর পাস দেওয়া হবে। আগামীকাল থেকে সাংবাদিকদের অস্থায়ী পাস দেওয়া হবে।

এর আগে গত শুক্রবার রাতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে দায়িত্বরত প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী খোদা বখস চৌধুরীর সই করা সংবাদ বিজ্ঞপ্তিতে সচিবালয়ে প্রবেশের ওপর নিষেধাজ্ঞা জারি করা হয়। এতে বলা হয়, বাংলাদেশ সচিবালয়ের সার্বিক নিরাপত্তা বৃদ্ধির স্বার্থে সচিবালয়ে কর্মরত কর্মকর্তা-কর্মচারীদের অনুকূলে দেওয়া স্থায়ী প্রবেশ পাস (ডিজিটাল অ্যাকসেস কন্ট্রোল সিস্টেম) এবং সরকারি কর্মকর্তা-কর্মচারীদের জন্য দেওয়া অস্থায়ী প্রবেশ পাস ছাড়া সব ধরনের অস্থায়ী (বেসরকারি ব্যক্তিদের জন্য) সচিবালয় প্রবেশ পাস বাতিল করা হলো। আর সাংবাদিকদের অনুকূলে ইস্যু করা অ্যাক্রিডিটেশন কার্ড দ্বারা সচিবালয়ে প্রবেশাধিকার পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বাতিল করা হলো।

সাংবাদিকদের অ্যাক্রিডিটেশন কার্ড দিয়ে সচিবালয়ে প্রবেশাধিকার বাতিল করায় তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়। সামাজিক যোগাযোগমাধ্যমে এ নিয়ে অনেক সাংবাদিক প্রতিবাদ জানান, ক্ষোভ প্রকাশ করেন। এর পরিপ্রেক্ষিতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জনসংযোগ বিভাগ থেকে বলা হয়, সচিবালয়ে অগ্নিকাণ্ডের ঘটনার তদন্ত চলমান থাকার কারণে সাংবাদিকদের প্রবেশের বিষয়ে যে সিদ্ধান্ত হয়েছে, তা সাময়িক। তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সঙ্গে সভা করে দ্রুত এ বিষয়ে ইতিবাচক সিদ্ধান্ত নেওয়া হবে।

অন্যদিকে প্রধান উপদেষ্টার প্রেস উইং জানিয়েছে, সরকার শিগগিরই বিদ্যমান প্রেস অ্যাক্রিডিটেশন কার্ড পর্যালোচনা করবে। নতুন অ্যাক্রিডিটেশন কার্ড দেওয়ার জন্য তথ্য অধিদপ্তরের মাধ্যমে সব স্থানীয় ও আন্তর্জাতিক সংবাদমাধ্যমের কাছ থেকে নতুন আবেদন আহ্বান করা হবে।