সারা দেশে ১৮৯ প্লাটুন বিজিবি মোতায়েন

ঢাকা–চট্টগ্রাম মহাসড়কের মৌচাক এলাকায় বিজিবির টহল। গত ৬ নভেম্বর তোলা
ছবি: শুভ্র কান্তি দাশ

আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে সারা দেশে ১৮৯ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে।

আজ সোমবার সকালে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) পক্ষ থেকে গণমাধ্যমে পাঠানো খুদে বার্তায় এ তথ্য জানানো হয়।

খুদে বার্তায় বলা হয়, সারা দেশে মোট ১৮৯ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে। এর মধ্যে ঢাকা ও এর আশপাশের জেলায় মোতায়েন করা হয়েছে ২৫ প্লাটুন।

বিএনপিসহ বিরোধী দলগুলোর ডাকা চতুর্থ দফার অবরোধ কর্মসূচির দ্বিতীয় দিন আজ। গতকাল রোববার অবরোধের প্রথম দিনে সারা দেশে অন্তত পাঁচটি বাসে আগুন দেওয়া হয়েছে। এর মধ্যে ঢাকায় তিনটি বাসে আগুন দেওয়া হয়।

রাজধানীর সূত্রাপুরে গতকাল বাসে আগুন দেওয়া হয় ভোরে। দুপুরে মিরপুরে আরেকটি বাসে আগুন দেওয়া হয়। আর রাতে বাসে আগুন দেওয়ার ঘটনাটি ঘটে তেজগাঁও এলাকায়।

এ ছাড়া গতকাল ভোরে ও সন্ধ্যায় নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে দুটি বাসে আগুন দেওয়া হয়। এর মধ্যে একটি বাসে আগুন দেওয়া হয় সন্ধ্যা পৌনে সাতটার দিকে। তবে বাসে আগুনে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

সব মিলিয়ে ঢাকাসহ সারা দেশে গত ২৮ অক্টোবর থেকে ১২ নভেম্বর পর্যন্ত মোট ৯৫টি যানবাহনে আগুন দেওয়া হয়েছে। সংশ্লিষ্ট জেলার প্রথম আলোর প্রতিনিধি, পুলিশ ও ফায়ার সার্ভিস সূত্রে এ তথ্য জানা গেছে।

আজ সকালে রাজধানীর আবদুল্লাহপুরে বাসে আগুন দিতে গিয়ে হাতেনাতে ধরা পড়েছেন এক ব্যক্তি। র‍্যাব-১-এর সদস্যরা ওই ব্যক্তিকে আটক করেছেন। আজ সকাল সোয়া ৯টার দিকে এ ঘটনা ঘটে। র‍্যাব বলছে, ওই ব্যক্তি হলেন ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির সহসাংগঠনিক সম্পাদক মামুন মজুমদার (৩৫)।

এদিকে ন্যূনতম মজুরি বাড়ানোর দাবিতে বিভিন্ন স্থানে পোশাকশ্রমিকদের অসন্তোষ অব্যাহত আছে।