দেশে আরও ২ ডেঙ্গু রোগীর মৃত্যু

ডেঙ্গু
ফাইল ছবি: বাসস

দেশে ডেঙ্গুতে আজ সোমবার সকাল আটটা পর্যন্ত আগের ২৪ ঘণ্টায় এক ছেলেশিশু ও এক নারীর মৃত্যু হয়েছে। এর মধ্যে একজন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি) এলাকার একটি হাসপাতালে ও আরেকজন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে চিকিৎসাধীন ছিলেন। এ নিয়ে চলতি মাসে এ পর্যন্ত ছয় ডেঙ্গু রোগীর মৃত্যু হলো।

স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তি থেকে এসব তথ্য জানা গেছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ১১২ জন। এর মধ্যে সর্বোচ্চ ৩৪ জন ভর্তি হয়েছেন ডিএসসিসি এলাকার হাসপাতালগুলোয়। এ ছাড়া চট্টগ্রাম বিভাগে ৩৩, ঢাকা উত্তর সিটিতে ২১, ঢাকা মহানগরের বাইরে ১২, বরিশাল বিভাগে ৬, খুলনা বিভাগে ৪ ও রাজশাহী বিভাগে ২ জন ভর্তি হয়েছেন। তাদের মধ্যে ৬৬ জন পুরুষ ও ৪৬ জন নারী।

চলতি বছর এ পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হওয়া রোগীর সংখ্যা ৪ হাজার ৬৭৮। এ পর্যন্ত মারা গেছেন ৫০ জন।