শেখ মনির আহম্মেদ
শেখ মনির আহম্মেদ

সাহায্যের আবেদন

ক্যানসারে আক্রান্ত শেখ মনিরের অর্থ সহায়তা প্রয়োজন

খুলনা শহরের টুটপাড়ার বাসিন্দা শেখ মনির আহম্মেদ (৪২) ব্লাড ক্যানসারে আক্রান্ত। চিকিৎসকেরা বলেছেন, তাঁর অস্থিমজ্জা (বোন ম্যারো) প্রতিস্থাপন করতে হবে। এ জন্য অনেক অর্থের প্রয়োজন। তিনি বর্তমানে ভারতে চিকিৎসাধীন।

শেখ মনির এবি ব্যাংক সাতক্ষীরা শাখার প্রিন্সিপাল অফিসার। তাঁর আয়ে মা, বাবা, স্ত্রী, এক মেয়েসহ পাঁচ সদস্যের পরিবার চলত। কিন্তু তাঁর চিকিৎসা চালাতে গিয়ে পরিবারটি এখন নিঃস্ব হয়ে পড়েছে। এ জন্য পরিবারের পক্ষ থেকে তাঁর চিকিৎসার জন্য সমাজের হৃদয়বান মানুষের কাছে অর্থসহায়তা চাওয়া হয়েছে।

শেখ মনিরকে ব্যাংকে সাহায্য পাঠানোর ঠিকানা: তাজিন আকতার (স্ত্রী), হিসাব নম্বর ৪৩০১০১৮৫১৪৩১৭, এবি ব্যাংক, খুলনা শাখা। সাহায্য পাঠানো যাবে মুঠোফোনেও ০১৭১৬৬১১৫০২ (বিকাশ), ০১৭৩৫৬২৯৮৪৮ (বিকাশ ও নগদ)। বিজ্ঞপ্তি