বাবুলসহ আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি পেছাল

সাবেক পুলিশ কর্মকর্তা বাবুল আক্তার
ফাইল ছবি

স্ত্রী মাহমুদা খানম হত্যা মামলায় সাবেক পুলিশ সুপার (এসপি) বাবুল আক্তারসহ সাত আসামির বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি পিছিয়েছে।

আজ সোমবার দুপুরে তৃতীয় অতিরিক্ত চট্টগ্রাম মহানগর দায়রা জজ মো. জসিম উদ্দিনের আদালতে অভিযোগ গঠনের শুনানির দিন ধার্য ছিল। কিন্তু আজ এই শুনানি হয়নি।

চট্টগ্রাম মহানগর দায়রা জজ আদালতের সরকারি কৌঁসুলি আবদুর রশিদ আজ প্রথম আলোকে বলেন, আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠনের জন্য রাষ্ট্রপক্ষ থেকে আবেদন করা হয়। অন্যদিকে আসামিদের আইনজীবীরা সময়ের আরজি জানান। আদালত সময়ের আরজি মঞ্জুর করেন। আগামী ১৩ মার্চ শুনানির তারিখ ধার্য করেছেন আদালত।

২০১৬ সালের ৫ জুন ছেলেকে স্কুলবাসে তুলে দিতে যাওয়ার পথে চট্টগ্রাম নগরের জিইসি এলাকায় মাহমুদাকে কুপিয়ে ও গুলি করে হত্যা করা হয়। পরদিন ৬ জুন বাবুল বাদী হয়ে নগরের পাঁচলাইশ থানায় হত্যা মামলা করেন।

বাবুলের করা মামলায় তাঁকে প্রধান আসামি করে মোট সাতজনের বিরুদ্ধে গত বছরের ১৩ সেপ্টেম্বর আদালতে অভিযোগপত্র দেয় পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)।

অভিযোগপত্রভুক্ত অন্য ছয় আসামি হলেন—মো. কামরুল ইসলাম শিকদার ওরফে মুসা, এহতেশামুল হক ওরফে ভোলা, মো. মোতালেব মিয়া ওরফে ওয়াসিম, মো. আনোয়ার হোসেন, মো. খাইরুল ইসলাম ওরফে কালু ও শাহজাহান মিয়া।

সাত আসামির মধ্যে বাবুল, ওয়াসিম, শাহজাহান ও আনোয়ার কারাগারে। এহতেশামুল জামিনে। কামরুল ও খাইরুল শুরু থেকে পলাতক।

অভিযোগপত্রে বলা হয়, ২০১৩ থেকে ২০১৪ সাল পর্যন্ত কক্সবাজার জেলার অতিরিক্ত পুলিশ সুপার থাকাকালে বাবুলের সঙ্গে একটি বেসরকারি প্রতিষ্ঠানের নারী কর্মকর্তার সম্পর্ক হয়। এই সম্পর্কের জেরে বাবুলের পরিকল্পনায় স্ত্রী মাহমুদাকে খুন করা হয়। এ জন্য তিনি সোর্সের মাধ্যমে তিন লাখ টাকায় খুনি ভাড়া করেন।

গত বছরের ১০ অক্টোবর অভিযোগপত্র গ্রহণ করেন আদালত। এখন অভিযোগ গঠনের শুনানির জন্য অপেক্ষা।