আদালত
আদালত

সাবেক ভ্যাট কমিশনার ওয়াহিদার বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা

১৫২ কোটি টাকা অর্থ আত্মসাতের মামলায় সাবেক ভ্যাট কমিশনার ওয়াহিদা রহমানের বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা দিয়েছেন আদালত।

ঢাকা মহানগরের জ্যেষ্ঠ বিশেষ জজ মোহাম্মদ আসসামছ জগলুল হোসেন আজ বৃহস্পতিবার এই আদেশ দেন। প্রথম আলোকে এই তথ্য নিশ্চিত করেছেন দুদকের পাবলিক প্রসিকিউটর মাহমুদ হোসেন জাহাঙ্গীর।

দুদক ও আদালত-সংশ্লিষ্ট সূত্রগুলো বলছে, ক্ষমতার অপব্যবহার ও বিশ্বাস ভঙ্গের মাধ্যমে ১৫২ কোটি টাকা অর্থ আত্মসাতের দায়ে সাবেক ভ্যাট কমিশনার ওয়াহিদা রহমানের বিরুদ্ধে ১১ জুন মামলা করেছে দুদক। দুদকের পক্ষ থেকে লিখিতভাবে আদালতকে জানানো হয়েছে, আসামি ওয়াহিদা রহমান দেশত্যাগের চেষ্টা করছেন। তিনি দেশ ত্যাগ করলে তদন্তে বিঘ্ন ঘটবে।

পিপি মাহমুদ হোসেন জাহাঙ্গীর বলেন, দুদকের আবেদন মঞ্জুর করে আসামি ওয়াহিদা রহমানকে বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা দিয়েছেন আদালত।