বেক্সকার উদ্যোগে বরিশাল ক্যাডেট কলেজ ক্যাম্পাসে স্বাস্থ্যসেবা ক্যাম্প

বিনা মূল্যে চক্ষু চিকিৎসা ও সাধারণ সাধারণ স্বাস্থ্যসেবা ক্যাম্প
ছবি–আয়োজক সংগঠন


বরিশাল এক্স ক্যাডেটস অ্যাসোসিয়েশনের (বেক্সকা) উদ্যোগে ২২ ডিসেম্বর বরিশাল ক্যাডেট কলেজ ক্যাম্পাসে বিনা মূল্যে চক্ষু চিকিৎসা ও সাধারণ সাধারণ স্বাস্থ্যসেবা ক্যাম্প আয়োজন করা হয়। অস্ট্রেলিয়াভিত্তিক চ্যারিটি সংগঠন ডলার-আ-ডের আর্থিক সহায়তায় বিনা মূল্যে ৪০ রোগীকে ছানি অপারেশনের জন্য নির্বাচন করা হয় এবং তিন শতাধিক রোগীকে চক্ষু চিকিৎসা, ওষুধ বিতরণ ও বিনা মূল্যে চশমা প্রদান করা হয়।

এ ছাড়া সাধারণ স্বাস্থ্যসেবার আওতায় চার শতাধিক রোগীর সব ধরনের চিকিৎসাসেবা ও বাংলাদেশ কেমিস্ট ল্যাবরেটরিস লিমিটেডের সৌজন্যে বিনা মূল্যে ওষুধ বিতরণ করা হয়।

স্বাস্থ্য ক্যাম্পে বরিশাল ক্যাডেট কলেজের অধ্যক্ষ লে. কর্নেল রাইহান আহমেদ পিএসসির উপস্থিতিতে বরিশাল এক্স ক্যাডেটস অ্যাসোসিয়েশন ও ডলার-আ-ডের মধ্যে একটি সমঝোতা স্মারক স্বাক্ষর করা হয়। বরিশাল এক্স ক্যাডেটস অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট মেজর (অব.) শফিউল্লাহ মাস্তান, ডলার-আ-ডের প্রধান নির্বাহী কর্মকর্তা ডা. ফজলে রাব্বি, বরিশাল ক্যাডেট কলেজের কর্মকর্তা-কর্মচারীসহ সাবেক ক্যাডেট ও চিকিৎসকেরা উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি