যকৃতের চিকিৎসায় কালমেঘের গুণাগুণ নিয়ে ক্লিনিক্যাল ট্রায়াল শুরু

বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে ক্লিনিক্যাল ট্রায়াল বিষয়ে সংবাদ সম্মেলন করা হয়
ছবি: সংগৃহীত

যকৃতের চিকিৎসায় কালমেঘের (ভেষজ উদ্ভিদ) গুণাগুণের কার্যকারিতা নিয়ে গবেষণা শুরু করেছে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ)। এ নিয়ে আজ বুধবার আনুষ্ঠানিকভাবে ক্লিনিক্যাল ট্রায়াল শুরু করা হয়েছে।

দুপুরে বিশ্ববিদ্যালয় আয়োজিত সংবাদ সম্মেলনে এ ট্রায়াল বিষয়ে বিস্তারিত জানানো হয়। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন বিএসএমএমইউর উপাচার্য মো. শারফুদ্দিন আহমেদ ও ইন্টারভেনশনাল হেপাটোলজি বিভাগের প্রধান অধ্যাপক মাহতাব আল মামুন। এ সময় ঢাকা, রাজশাহী ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের বেশ কয়েকজন শিক্ষক ও গবেষক উপস্থিত ছিলেন।

যকৃতের চিকিৎসায় ভেষজ উদ্ভিদ কালমেঘের গুণাগুণের কার্যকারিতা খতিয়ে দেখতে ক্লিনিক্যাল ট্রায়াল শুরু হয়েছে বঙ্গবন্ধু মেডিকেলে

ক্লিনিক্যাল ট্রায়াল বিষয়ে মূল বক্তব্য উপস্থাপন করেন অধ্যাপক মাহতাব আল মামুন। তিনি বলেন, কালমেঘের ভেষজ গুণ অন্তত পাঁচটি ক্ষেত্রে যকৃতের চিকিৎসায় কাজে লাগতে পারে। সেই ধারণা থেকে গবেষণার উদ্যোগ নেওয়া হয়েছে। একটি ওষুধ কোম্পানি ইতিমধ্যে কালমেঘ থেকে বড়ি তৈরি করেছে। ক্লিনিক্যাল ট্রায়ালে সেই বড়ি ব্যবহার করা হবে।

গবেষকেরা জানিয়েছেন, ফ্যাটি লিভার ডিজিজে ভুগছেন এমন ৪০ জন রোগী নিয়ে বিএসএমএমইউতে এ গবেষণা করা হবে। আশা করা হচ্ছে, আগামী বছরের শুরুতে এ গবেষণার ফলাফল প্রকাশ করা যাবে।

অধ্যাপক মাহতাব আল মামুন বলেন, কালমেঘের গুণাগুণ নিয়ে ইন্টারনেটে প্রায় তিন হাজার গবেষণা প্রবন্ধ পাওয়া যায়। কিন্তু ফ্যাটি লিভার ডিজিজ চিকিৎসায় কালমেঘের ব্যবহার নিয়ে কোনো গবেষণা পাওয়া যায়নি। ‍সম্ভবত এ বিষয়ে এটিই হবে প্রথম গবেষণা।