জগন্নাথ বিশ্ববিদ্যালয়
জগন্নাথ বিশ্ববিদ্যালয়

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের চাকরিচ্যুত শিক্ষককে পুনর্বহাল

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের চাকরিচ্যুত সহযোগী অধ্যাপক নাসির উদ্দিন আহমদকে পুনর্বহাল করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। গতকাল রোববার থেকে পুনর্বহালের সিদ্ধান্ত কার্যকর হয়েছে। বিশ্ববিদ্যালয়ের সদ্য পদত্যাগ করা ভারপ্রাপ্ত রেজিস্ট্রার আইনুল ইসলাম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। গবেষণায় জালিয়াতির অভিযোগে ২০১৮ সালে নাসির উদ্দিনকে চাকরিচ্যুত করা হয়েছিল।

বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘সহযোগী অধ্যাপক নাসির উদ্দিন আহমদের আবেদনের পরিপ্রেক্ষিতে সিন্ডিকেটের প্রতিবেদন সাপেক্ষে গতকাল রোববার তাঁকে ইংরেজি বিভাগে পুনর্বহাল করা হলো।’

বিশ্ববিদ্যালয় সূত্রে জানা যায়, সহযোগী অধ্যাপক নাসির উদ্দিন ২০১৬ সালে অধ্যাপক পদে আবেদন করেন। আবেদনের শর্তানুযায়ী তাঁর জমা দেওয়া দুটি গবেষণা প্রবন্ধে জালিয়াতির অভিযোগ ওঠে। এ পরিপ্রেক্ষিতে ২০১৮ সালের ২৬ এপ্রিল জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সভার সিদ্ধান্ত অনুযায়ী তাঁকে চাকরি থেকে অপসারণ করা হয়। পরে তদন্ত প্রতিবেদন না দিয়ে অপসারণের সিদ্ধান্তের বৈধতা নিয়ে ২০১৯ সালে উচ্চ আদালতে রিট করেন নাসির উদ্দিন। গত বছরের ১৭ আগস্ট রিটের চূড়ান্ত শুনানি অনুষ্ঠিত হয়। শুনানি শেষে নাসির উদ্দিন আহমদের অপসারণের আদেশ অবৈধ ও বাতিল ঘোষণা করে রায় দেন আদালত।

নাসির উদ্দিন প্রথম আলোকে বলেন, ‘আইনগতভাবে চাকরিতে যোগদানে কোনো বাধা ছিল না। কর্তৃপক্ষের কালক্ষেপণে এত দিন অপেক্ষা করতে হয়েছে। এত দিনের পদোন্নতি ও প্রাপ্যতা নিয়ে এখনো অনিশ্চয়তায় আছি। তবে এ জন্য কাউকে আর কথা বলতে হবে না। শিক্ষার্থীদেরও বর্তমান পরিস্থিতিতে সহনশীলতা ও ধৈর্য ধরে সব কাজ করতে হবে।’

অভিযোগ সম্পর্কে নাসির উদ্দিন বলেন, ‘অভিযোগ ওঠায় আর্টিকেল দুটি আমি আগেই তুলে নিয়েছিলাম। কর্তৃপক্ষকে আমি লিখিতভাবেও বিষয়টি জানিয়েছিলাম। তবু হয়রানির শিকার হয়েছি।’