আসন্ন উপজেলা নির্বাচনে অন্য কোনো প্রার্থী সভা ও গণসংযোগ করতে পারবেন না বলে হুমকি দিয়েছেন চট্টগ্রামের বোয়ালখালী উপজেলার শ্রীপুর-খরণদ্বীপ ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. ইসমাইল হোসেন।
গতকাল শনিবার বিকেলে বোয়ালখালীর বর্তমান চেয়ারম্যান রেজাউল করিমের শ্রীপুরের গ্রামের বাড়িতে আয়োজিত এক সভায় প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের উদ্দেশে এমন হুমকি দেন ইসমাইল হোসেন। এ সময় তাঁর দেওয়া বক্তব্যের ৪ মিনিট ১৭ সেকেন্ডের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।
বোয়ালখালী উপজেলা পরিষদ নির্বাচন আগামী ২৯ মে। নির্বাচনে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রেজাউল করিম আবারও প্রার্থী হবেন। তারই প্রস্তুতির সভা ছিল এটি। এই নির্বাচনে মনোনয়নপত্র বাছাই হবে আগামী ৫ মে। মনোনয়ন প্রত্যাহারের শেষ তারিখ ১২ মে। প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ হবে ১৩ মে।
শনিবারের বক্তব্যে ইসমাইল হোসেন বলেন, ‘আমরা যদি ঠিক থাকি, প্রত্যেক নেতৃবৃন্দ যদি একমত থাকে, আমার মনে হয় অন্য কোনো প্রার্থী এখানে ঢোকার সৎ সাহস করতে পারবে না। গণসংযোগ করতে আসতে পারবেন না, মিটিং তো দূরের কথা। (আমরা) যেন কোনোভাবে তাঁদের উঠান বৈঠক বা সমাবেশ করতে স্থান না দিই।’
সভায় উপস্থিত ছিলেন রেজাউল করিম, শ্রীপুর-খরণদ্বীপ ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি রতন চৌধুরী, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ মোকারম ও আওয়ামী লীগ নেতা জমির উদ্দিনের নাম উল্লেখ করে ইসমাইল বলেন, ‘সিদ্ধান্ত আমি দেব না। ওনারাই নেবেন। নির্বাচনটা কেমন হবে, অন্য প্রার্থীরা এখানে (শ্রীপুর-খরণদ্বীপ ইউনিয়নে) সমাবেশ করতে পারবেন কি না?’
শনিবারের ওই বক্তব্যের বিষয়ে ইসমাইল হোসেন প্রথম আলোকে বলেন, ‘আমার বক্তব্য অতিরঞ্জিত করে প্রচার করা হচ্ছে। আমি বলেছি, আওয়ামী লীগের সবাই এক থাকলে বিজয় সুনিশ্চিত। অন্য কাউকে ঢুকতে না দেওয়ার কথা বলিনি। কীভাবে ভিডিও করা হয়েছে জানি না।’
এ বিষয়ে নির্বাচনের সহকারী রিটার্নিং কর্মকর্তা ও উপজেলা নির্বাচন কর্মকর্তা মো. মঈনুল হক বলেন, প্রতীক বরাদ্দের আগে কোনো প্রকার নির্বাচনী সভা-সমাবেশ করা যাবে না। সভার ব্যাপারে খোঁজখবর নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।