নির্বাচন কমিশনার মো. আহসান হাবিব খান বলেন, নির্বাচনে কোনো ধরনের অনিয়মকে একেবারেই প্রশ্রয় দেবে না নির্বাচন কমিশন (ইসি)। গাইবান্ধা-৫ আসনের উপনির্বাচনে আবার কোনো অনিয়ম হলে অনিয়মের মাত্রা অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।
আজ মঙ্গলবার নির্বাচন ভবনে নিজ দপ্তরে সাংবাদিকদের প্রশ্নের জবাবে আহসান হাবিব এসব কথা বলেন।
আগামীকাল বুধবার গাইবান্ধা-৫ আসনের উপনির্বাচনে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। গত ১২ অক্টোবর এই আসনে ভোট গ্রহণে ব্যাপক অনিয়ম দেখে মাঝপথে নির্বাচন বন্ধ করে দেয় ইসি। পরে তদন্ত করে বিভিন্ন পর্যায়ের ১৩৪ জন নির্বাচনসংশ্লিষ্ট কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার সিদ্ধান্ত নেয় কমিশন।
এ বিষয়ে নির্বাচন কমিশনার আহসান হাবিব বলেন, গাইবান্ধা উপনির্বাচন সুষ্ঠু ও অবাধ করতে সব ধরনের প্রস্তুতি সম্পন্ন হয়েছে। কমিশন জাতির সামনে একটি সুন্দর নির্বাচন উপহার দেওয়ার প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। এ জন্য পুলিশ, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, রিটার্নিং কর্মকর্তাসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা একসঙ্গে কাজ করছেন।
আহসান হাবিব আরও বলেন, ‘অনিয়মের কারণে গাইবান্ধা উপনির্বাচন বন্ধ করা হয়েছিল। সেই অভিজ্ঞতার আলোকে সতর্কতার সঙ্গে গাইবান্ধার প্রতিটি সিচুয়েশন আমরা মনিটরিং করছি এবং নির্দেশনা দিচ্ছি ও অ্যাকশন নিচ্ছি। আমরা কোনো ধরনের অনিয়ম, পক্ষপাতিত্ব ও অস্বচ্ছতাকে প্রশ্রয় দিই না এবং ভবিষ্যতেও দেব না; যার প্রতিফলন হয়েছিল গাইবান্ধা ইলেকশনে। সেখানে আবার ইলেকশন হতে যাচ্ছে। আমাদের কাছে কোনো ছাড় নেই।’