চট্টগ্রাম নগরের প্রবর্তক মোড় এলাকার ইকুইটি শপিং মলের খাবারের দোকানগুলোয় অভিযান চালায় জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। আজ দুপুরে
চট্টগ্রাম নগরের প্রবর্তক মোড় এলাকার ইকুইটি শপিং মলের খাবারের দোকানগুলোয় অভিযান চালায় জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। আজ দুপুরে

রেস্তোরাঁর রান্না করা খাবারের ওপর তেলাপোকার বিচরণ

খাবার তৈরির উপকরণের ওপর ছোটাছুটি করছিল তেলাপোকা। আবার রান্না করা খাবারের ওপরও তেলাপোকা বিচরণ করছিল। খাবারে ব্যবহার হচ্ছিল মেয়াদোত্তীর্ণ পাউরুটি। ফ্রিজে রাখা হয়েছিল আগের দিনের ফ্রাই করা মাংস। চট্টগ্রামের একটি অভিজাত শপিং মলের ফুডকোর্টে এ চিত্র দেখতে পায় জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

আজ বৃহস্পতিবার দুপুরে নগরের পাঁচলাইশ থানার প্রবর্তক মোড় এলাকার ইকুইটি শপিং মলের খাবারের দোকানগুলোয় অভিযান চালায় সংস্থাটি। এ সময় ভোক্তাবিরোধী নানা অপরাধের প্রমাণ পান কর্মকর্তারা। এসব অপরাধে চারটি প্রতিষ্ঠানকে মোট ১ লাখ ৩৮ হাজার টাকা জরিমানা করা হয়েছে। অভিযান পরিচালনা করেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের চট্টগ্রাম বিভাগীয় কার্যালয়ের উপপরিচালক মোহাম্মদ ফয়েজ উল্যাহ, সহকারী পরিচালক (মেট্রো) মো. আনিছুর রহমান, সহকারী পরিচালক রানা দেবনাথ এবং জেলা কার্যালয়ের সহকারী পরিচালক নাসরিন আক্তার।

উপপরিচালক মোহাম্মদ ফয়েজ উল্যাহ বলেন, খাবারে তেলাপোকা পাওয়ার অভিযোগে অভিযান চালানো হয়। অভিযানে গিয়ে উপকরণের পাশাপাশি রান্না করা খাবারেও তেলাপোকা পাওয়া গেছে।