চট্টগ্রামের রাউজানে মাছ চাষের পুকুর থেকে ভাসমান অবস্থায় এক তরুণের লাশ উদ্ধার করা হয়েছে। তাঁর নাম আবদুল করিম (২০)। গতকাল শুক্রবার রাত ১১টার দিকে উপজেলার উরকিরচর ইউনিয়নের মীরাপাড়ার একটি মাছ চাষের পুকুর থেকে তাঁর লাশ উদ্ধার করা হয়।
উরকিরচর ইউনিয়ন পরিষদের সদস্য আরমান হোসেন ও স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলে জানা যায়, ১০ জুন থেকে মীরাপাড়ার আবদুল ওহাবের ঘরে কৃষিকাজের জন্য চাকরি নেন আবদুল করিম। তিনি নোয়াখালীর হাতিয়া উপজেলার চরকিং ইউনিয়নের বাসিন্দা। গত বৃহস্পতিবার রাতে গৃহকর্তার বাসা থেকে ভাত খেয়ে বাইরে ঘুরতে বের হন করিম। এর পর থেকে গতকাল পর্যন্ত কোনো খোঁজ পাওয়া যায়নি তাঁর। গতকাল সন্ধ্যার পর আবদুল ওহাবের ঘর থেকে কিছুদূরে পুকুরে তাঁর লাশ ভাসতে দেখেন লোকজন। পরে স্থানীয় ইউপি চেয়ারম্যানের মাধ্যমে পুলিশকে খবর দেওয়া হয়।
এ বিষয়ে রাউজান থানার পূর্বগুজরা তদন্তকেন্দ্রের উপপরিদর্শক (এসআই) কৃষ্ণ লাল ঘোষ বলেন, আজ শনিবার সকালে লাশ ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। তদন্ত প্রতিবেদন পাওয়া গেলে তাঁর মৃত্যুর কারণ নিশ্চিত হওয়া যাবে।
রাউজান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জাহিদ হোসেন প্রথম আলোকে বলেন, তরুণের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। প্রতিবেদনে হত্যাকাণ্ডের আলামত পাওয়া গেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।