জাতীয় সংসদ ভবন
জাতীয় সংসদ ভবন

বিআরটিসিতে শূন্য পদ ২ হাজার ১৬৪

বাংলাদেশ সড়ক পরিবহন করপোরেশনে (বিআরটিসি) মোট ২ হাজার ১৬৪টি পদ শূন্য রয়েছে। এই সংস্থায় বিভিন্ন পর্যায়ে অনুমোদিত পদ আছে মোট ৫ হাজার ৮৯৩টি। এর মধ্যে এখন কর্মরত আছেন ৩ হাজার ৭২৯ জন।

আজ বুধবার সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়–সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির বৈঠকে দেওয়া এক প্রতিবেদনে বিআরটিসি এ তথ্য জানিয়েছে।

জাতীয় সংসদ ভবনে কমিটির বৈঠক অনুষ্ঠিত হয়। এটি ছিল দ্বাদশ সংসদে এই কমিটির প্রথম বৈঠক। এতে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের বিভিন্ন দপ্তরের কার্যক্রম সম্পর্কে কমিটিকে অবহিত করা হয়।

সূত্র জানায়, জনবল কাঠামো (অর্গানোগ্রাম) অনুযায়ী বিআরটিসির অনুমোদিত পদ ৬ হাজার ৫১৭টি। তবে এর মধ্যে ৬২৪টি পদ বিলুপ্ত হয়েছে। ২০২২-২৩ অর্থবছরের তথ্য অনুযায়ী বিআরটিসির সচল বাস আছে ১ হাজার ২১৭টি। মেরামতে রয়েছে ১৭৪টি এবং ২৫২টি বাস বিক্রি করা হয়েছে।

বৈঠকে ঈদুল ফিতর উপলক্ষে সড়কপথে ঘরমুখো মানুষের বাড়ি যাওয়া ও ফেরা নির্বিঘ্ন করতে মন্ত্রণালয়কে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার সুপারিশ করা হয়।

কমিটির সভাপতি রেজওয়ান আহাম্মদের সভাপতিত্বে বৈঠকে কমিটির সদস্য সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের, মো. আবু জাহির, সেখ সালাহউদ্দিন, মো. মুজিবুল হক, জাহাঙ্গীর আলম, আব্দুল্লাহ-আল-কায়সার, মোহাম্মদ গোলাম ফারুক ও নাছিমা জামান অংশ নেন।