প্রতিষ্ঠার ২৫ বছর পূর্তিতে প্রথম আলোকে শুভেচ্ছা ও ভালোবাসায় সিক্ত করেছেন শুভাকাঙ্ক্ষীরা। তাঁরা বলেছেন, সত্য তথ্য পরিবেশনের মাধ্যমে প্রথম আলো এখন জীবনধারার অংশ। ২৫ বছর ধরে পাঠক প্রথম আলোর ওপর আস্থা রেখেছেন, এটাই রজতজয়ন্তীতে সংবাদমাধ্যমটির বড় অর্জন।
আজ ৪ নভেম্বর প্রথম আলোর ২৫ বছর পূর্তি হয়েছে। রজতজয়ন্তীতে রাজধানীর কারওয়ান বাজারের প্রগতি ইনস্যুরেন্স ভবনে প্রথম আলো কার্যালয়ে আসেন পাঠক, বিশিষ্ট ব্যক্তি ও বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতিনিধিরা। তাঁরা ফুল, কেক ও মিষ্টি নিয়ে এসে শুভেচ্ছা জানান।
শুভেচ্ছা জানাতে এসে নির্বাচন পর্যবেক্ষণ সংস্থা ব্রতীর প্রধান নির্বাহী ও প্রতিষ্ঠাতা শারমীন এম মুরশিদ বলেন, প্রথম আলো দীর্ঘ সময় ধরে প্রধান অবস্থান ধরে রেখেছে। বর্তমানের কঠিন অবস্থার মধ্যেও সত্যের জায়গায় রয়েছে। মানুষ কোনো ঘটনার সত্যতা যাচাইয়ের জন্য প্রথম আলোর ওপর নির্ভর করে। তিনি বলেন, এই বিশ্বাসযোগ্যতার বিষয়টি প্রথম আলোর ২৫ বছরের সবচেয়ে বড় অর্জন।
নাগরিক টিভির হেড অব নিউজ দীপ আজাদ বলেন, ‘পাঠক হিসেবে মনে করি, দেশের সামাজিক ও রাজনৈতিক অবস্থানের প্রেক্ষাপটে সাংবাদিকতা প্রথম আলোতে হয়।’ তিনি বলেন, ‘প্রথম আলো গুণমান ও গ্রহণযোগ্যতা আরও বাড়াবে, সেই প্রত্যাশা করি।’
প্রথম আলো নিজের জীবনধারার অংশ হয়ে গেছে বলে মন্তব্য করেন বিকাশের করপোরেট যোগাযোগ বিভাগের প্রধান (হেড অব করপোরেট কমিউনিকেশনস) শামসুদ্দিন হায়দার। তিনি বলেন, প্রথম আলো পুরো পরিবারের পত্রিকা। বাংলা ভাষার সবচেয়ে শক্তিশালী ও বিশ্বস্ত গণমাধ্যম।
বাংলালিংকের যোগাযোগপ্রধান (হেড অব কমিউনিকেশনস) গাজী তাওহীদ আহমেদ বলেন, দীর্ঘ ২৫ বছরে প্রথম আলো সাংবাদিকতাকে অনন্য স্থানে নিয়ে গেছে।
ইউনিলিভার বাংলাদেশের ব্যবস্থাপক এস এম ফয়সাল বলেন, সংবাদের বিশ্বাসযোগ্যতার ক্ষেত্রে পাঠক প্রথম আলোর ওপর নির্ভর করে।
নগদ লিমিটেডের পক্ষ থেকে শুভেচ্ছা জানাতে আসেন প্রতিষ্ঠানটির জনসংযোগ বিভাগের সহকারী মহাব্যবস্থাপক লিংকন মো. লুৎফরজামান সরকার ।
ঢাকা সংবাদপত্র হকার্স সমিতি লিমিটেডের সভাপতি মো. আবদুল মান্নান বলেন, সংবাদপত্র বলতে যা বোঝায়, তা ধারণ করে প্রথম আলো। প্রথম আলোকে পাঠকপ্রিয়তা ও আস্থার জায়গা ধরে রাখতে হবে।
সংবাদপত্র হকার্স কল্যাণ সমিতি লিমিটেডের সভাপতি সালাউদ্দিন মো. নোমান বলেন, ‘আমরা প্রথম আলোর সঙ্গে থাকব।’
সেমস্ গ্লোবাল ইউএসএর জনসংযোগ (পিআর) ও যোগাযোগ নির্বাহী মো. এনামুল হাসান কাওছার বলেন, ২৫–এর অগ্রযাত্রায় প্রথম আলো পেরিয়ে যাক সকল বাধা।
প্রথম আলো কার্যালয়ে শুভেচ্ছা জানাতে আসা ব্যক্তিদের মধ্যে আরও রয়েছেন দৈনিক খবরের কাগজের সম্পাদক মোস্তফা কামাল, চ্যানেল আইয়ের মহাব্যবস্থাপক (মানবসম্পদ বিভাগ) আমিনুল ইসলাম, নাগরিক টিভির অনুষ্ঠান প্রধান (প্রোগ্রাম হেড) কামরুজ্জামান বাবু ও মার্কেটিং প্রধান সজল সাহা, এশিয়া ওশেনিয়ান কম্পিউটিং ইন্ডাস্ট্রি অর্গানাইজেশনের সভাপতি আব্দুল্লাহ এইচ কাফি, গণমাধ্যমবিষয়ক প্রতিষ্ঠান সমষ্টির নির্বাহী পরিচালক মীর মাসরুর জামান, নকরেক আইটি ইনস্টিটিউশনের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) সুবীর নকরেক, ঢাকা ব্যাংক কারওয়ান বাজার শাখার ব্যবস্থাপক সৈয়দ আশরাফুল আমিন ও ব্যবস্থাপক (অপারেশনস) মুহাম্মদ শহীদুল ইসলাম, প্রচিত আইএমসি লিমিটেডের নির্বাহী পরিচালক রওশনয়ারা জামান ও ব্যবস্থাপক হাবিবুর রহমান শিবলী, সেমস্ গ্লোবাল ইউএসএর জনসংযোগ (পিআর) ও যোগাযোগ নির্বাহী মায়মুনা সাওদা, করতোয়া অ্যাডভারটাইজিংয়ের ব্যবস্থাপনা পরিচালক মো. শাহ জালাল, মাস্টহেড পিআরের জ্যেষ্ঠ ব্যবস্থাপক মাজেদীস শাহীদ ফাহাদ, টপ অব মাইন্ডের হিসাব ব্যবস্থাপক নাসরিন সুলতানা ও গ্রুপ পিআর হেড কাজী মোহাম্মদ আবুল হাছান, কনসিটোর জ্যেষ্ঠ গণমাধ্যম ব্যবস্থাপক মাহ্ফুজা হোসেন, অপোর ব্র্যান্ড প্রমোশন ব্যবস্থাপক মো. নাজমুস সাকিব, অ্যানেক্স কমিউনিকেশনস লিমিটেডের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) এ এইচ এম আসাদুজ্জামান, শপ আপের ব্র্যান্ড ও কমিউনিকেশনসের পরিচালক রাকিবুদ্দৌলা চৌধুরী, প্রবাসী পল্লী গ্রুপের জনসংযোগ ও গণমাধ্যম বিভাগের প্রধান সিকদার মোহাম্মদ আরিফুল আলম, গ্রো এন অ্যাক্সেলের সিইও এম জুলফিকার হোসেন, পদ্মা ব্যাংকের জনসংযোগ ব্যবস্থাপক সামিনা রশ্নি ও ফারিয়া শিমু, র্যাডিসন ব্লু ঢাকা ওয়াটার গার্ডেনের মার্কেটিং যোগাযোগ নির্বাহী তাশফিন আহমেদ, ঢাকা সংবাদপত্র হকার্স সমিতি লিমিটেডের সাধারণ সম্পাদক মো. জাহাঙ্গীর আলম, সংবাদপত্র হকার্স কল্যাণ সমিতি লিমিটেডের সম্পাদক মো. সাহাবউদ্দিন, ওয়ালটন হাইটেক ইন্ডাস্ট্রিজ পিএলসির জ্যেষ্ঠ নির্বাহী পরিচালক মো. শাহজাদা সেলিম, রূপায়ন গ্রুপের ভাইস চেয়ারম্যান সাইফ আলী খান, একই গ্রুপের উপদেষ্টা ও সাবেক জাতীয় ফুটবলার আবদুল গাফ্ফার, ফোরথট পিআরের জ্যেষ্ঠ নির্বাহী মোহতারিমা রহমান ও অনন্যা আক্তার প্রমুখ।
অনেকে ই–মেইল ও হোয়াটসঅ্যাপে খুদে বার্তা পাঠিয়ে শুভেচ্ছা জানিয়েছেন।