বাংলাদেশের আবাসনশিল্পে একটি আস্থার নাম দোয়েল ডেভেলপমেন্ট প্রোপার্টিজ লিমিটেড (ডিডিপিএল)। প্রতিষ্ঠানটির একমাত্র লক্ষ্য নিরাপদ, আধুনিক ও মানসম্মত আবাসনসেবা প্রদান করা। ২০১৭ সালে প্রতিষ্ঠার পর থেকেই প্রতিষ্ঠানটি মানসম্মত ও আধুনিক স্থাপত্যশৈলীতে নির্মিত বিভিন্ন আবাসিক প্রকল্প উপহার দিয়ে ক্রেতাদের ভালোবাসা, আস্থা ও বিশ্বস্ততা অর্জন করে চলছে।
প্রতিষ্ঠানটির প্রতিটি প্রকল্প বাংলাদেশের জাতীয় বিল্ডিং কোড (বিএনবিসি) এবং আন্তর্জাতিক মানের নির্মাণকৌশল মেনে চলে। পাশাপাশি ডিডিপিএলের প্রতিটি ভবন ভূমিকম্প সহনীয় করে নির্মাণ করা হয়, যা গ্রাহকদের আধুনিক, নিরাপদ, সুরক্ষিত ও টেকসই আবাসনের চাহিদা পূরণ করে।
প্রতিষ্ঠানটির সব প্রকল্পে উন্নত নির্মাণসামগ্রী যেমন উচ্চ ক্ষমতাসম্পন্ন রড, উন্নত মানের পাথর এবং অন্যান্য টেকসই উপকরণ ব্যবহৃত হয়, যা ভবনগুলোকে করে তোলে দীর্ঘস্থায়ী ও নিরাপদ।
ক্রেতাদের সাধ ও সাধ্যের সঙ্গে সঙ্গতি রেখে ১ হাজার ৪৫০ বর্গফুট থেকে ৪ হাজার ৫০০ বর্গফুট পর্যন্ত বিভিন্ন সাইজের অ্যাপার্টমেন্ট নির্মাণ করছে ডিডিপিএল। যা বসবাসের জন্য আরামদায়ক, আধুনিক ও অভিজাত জীবনযাত্রার প্রতীক।
নির্মাণের প্রতিটি পর্যায়ে ডিডিপিএলের রয়েছে অভিজ্ঞ ও দক্ষ প্রকৌশলীদের আন্তরিকতা ও দক্ষতার ছোঁয়া। দেশসেরা স্থপতিদের করা সুনিপুণ ডিজাইন ও অভিজ্ঞ প্রকৌশলীদের দিয়ে নির্মাণ নিশ্চিত করে প্রকল্পের নান্দনিকতা ও দৃঢ়তা। নিত্যনতুন উদ্ভাবন, উন্নতি, সততা ও নির্ভরযোগ্যতার মাধ্যমে গ্রাহকদের সাধ ও সাধ্যের মধ্যে সমৃদ্ধ আবাসনের সুযোগ নিশ্চিত করেছে ডিডিপিএল।
প্রতিষ্ঠানটির বিশেষ প্রকল্পগুলোয় রয়েছে নাগরিক সব সুযোগ–সুবিধা ও আধুনিকতার সর্বোচ্চ ছোঁয়া; যেমন সুইমিংপুল, জিমনেসিয়াম, শিশুদের প্লে-গ্রাউন্ড, জগিং ট্র্যাক, কমিউনিটি হল, উচ্চ ক্ষমতাসম্পন্ন জেনারেটর, লিফট ও বিশুদ্ধ পানির ব্যবস্থা। ডিডিপিএলের প্রকল্পের মাধ্যমে গ্রাহকেরা নিরাপদ ও সাশ্রয়ী আবাসন–সুবিধা পেয়ে থাকেন, যা তাঁদের জীবনমান উন্নত করতে ভূমিকা রাখে।
তাই আধুনিকতার সমন্বয়ে আবাসনের নতুন দিগন্তে প্রবেশ করতে আগ্রহীরা পছন্দের ঠিকানা হতে পারে ডিডিপিএলের প্রকল্প। বিস্তারিত জানতে কল/হোয়াটসঅ্যাপ করুন: ০১৭১১২২২২৭৫ অথবা ০১৭৮৬৬৬২৬৬৬ নম্বরে। ভিজিট করুন: https://ddpl.com.bd