সকালেই পড়ুন আলোচিত ৫ খবর

শুভ সকাল। আজ ২ এপ্রিল, মঙ্গলবার। গতকাল সোমবার প্রথম আলোর অনেক আলোচিত সংবাদ হয়তো আপনার চোখ এড়িয়ে গেছে। তাই আজ দিনের শুরুতেই পড়তে পারেন দেশ-বিদেশের আলোচিত পাঁচ খবর।

বুয়েটে রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধের সিদ্ধান্ত স্থগিত

হাইকোর্ট ভবন
ফাইল ছবি

বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে (বুয়েট) রাজনৈতিক সংগঠন ও এর কার্যক্রম নিষিদ্ধের সিদ্ধান্ত স্থগিত করেছেন হাইকোর্ট। এক রিট আবেদনের শুনানি নিয়ে বিচারপতি মো. খসরুজ্জামান ও বিচারপতি কে এম জাহিদ সারওয়ারের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ সোমবার এই আদেশ দিয়েছেন। বিস্তারিত পড়ুন...

বুয়েট উপাচার্য বললেন, ‘আদালতের আদেশ শিরোধার্য’

বুয়েটের উপাচার্য সত্য প্রসাদ মজুমদার

বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে (বুয়েট) সব রাজনৈতিক সংগঠন ও এর কার্যক্রম নিষিদ্ধ ঘোষণার ‘জরুরি বিজ্ঞপ্তির’ কার্যক্রম স্থগিত করেছেন হাইকোর্ট। সোমবার দুপুরে হাইকোর্টের এই আদেশের পর বুয়েটের উপাচার্য সত্য প্রসাদ মজুমদার বলেছেন, ‘আদালত যেটা বলবেন, আমাকে সেটা মানতে হবে। আদালতের আদেশ শিরোধার্য। আমরা আদালত অবমাননা করতে পারব না।’ বিস্তারিত পড়ুন...

ডেমরায় ১৪টি ভলভো বাসে আগুনের ঘটনা রহস্যজনক: ফায়ার সার্ভিসের ডিজি

আগুন নিয়ন্ত্রণে কাজ করছেন ফায়ার সার্ভিসের সদস্যরা

রাজধানীর ডেমরায় গ্যারেজে দাঁড়িয়ে থাকা লন্ডন এক্সপ্রেসের ১৪টি ভলভো বাস আগুনে পুড়ে গেছে। এ ঘটনাকে রহস্যজনক মনে করছেন ফায়ার সার্ভিসের মহাপরিচালক (ডিজি) ব্রিগেডিয়ার জেনারেল মো. মাইন উদ্দিন। তিনি বলেছেন, তদন্ত করে আগুনের সূত্রপাত জানার চেষ্টা চলছে। বিস্তারিত পড়ুন...

শিশুসন্তানসহ গৃহবধূর ট্রেনের নিচে ঝাঁপ, বাঁচাতে গিয়ে প্রাণ গেল কলেজছাত্রের

জোবায়ের মিয়া

গাইবান্ধায় সান্তাহার-লালমনিরহাট রেলপথের পাশ দিয়ে হাঁটছিলেন কলেজছাত্র জোবায়ের মিয়া। গাইবান্ধা আদর্শ কলেজের সামনে গিয়ে দেখেন, এক গৃহবধূ কোলে শিশুসন্তান নিয়ে ট্রেনের নিচে ঝাঁপ দেওয়ার প্রস্তুতি নিচ্ছেন। তখন গাইবান্ধা রেলওয়ে স্টেশন থেকে ছেড়ে আসছিল সান্তাহারগামী একটি লোকাল ট্রেন। বিস্তারিত পড়ুন...

যুদ্ধ দ্রুত শেষ করতে হিরোশিমা–নাগাসাকির মতো গাজায় বোমা ফেলার আহ্বান মার্কিন কংগ্রেস সদস্যের

যুক্তরাষ্ট্রের কংগ্রেস সদস্য টিম ওয়ালবার্গ

ফিলিস্তিনের গাজায় চলমান যুদ্ধ দ্রুত শেষ করার তাগিদ দিয়েছেন যুক্তরাষ্ট্রের রিপাবলিকান দলের কংগ্রেস সদস্য টিম ওয়ালবার্গ। এ জন্য তিনি অবরুদ্ধ গাজা উপত্যকায় জাপানের ‘হিরোশিমা ও নাগাসাকির মতো বোমা ফেলার’ আহ্বান জানিয়েছেন। বিস্তারিত পড়ুন...