বিজ্ঞাপন বার্তা

ঘরের সৌন্দর্য বাড়াতে টিভি

মনের মতো করে নিজের বাসস্থান সাজানোর ইচ্ছা থাকে সবার। ঘরকে আরেকটু সুন্দর করে সাজাতে তাই থাকে না আয়োজনের কমতি। তাই ঘরে পছন্দের আসবাব, দেয়ালের রং থেকে শুরু করে সবকিছুতেই নান্দনিকতার ছোঁয়া রাখতে চায় সবাই। তবে সময় বদলের সঙ্গে সঙ্গে এ ধারায় এসেছে কিছুটা নতুনত্ব। অন্দরসজ্জায় বেশ কয়েক বছর ধরেই চলছে দেয়ালজুড়ে আসবাবের ব্যবহার। শুধু আসবাবই নয়, দেয়ালে যুক্ত করা হচ্ছে টেলিভিশনও। বিশেষ করে স্মার্ট টিভি আসার পর থেকে। বর্তমানে কমে আসছে বাড়ির আয়তন, অন্যদিকে টেলিভিশনের আকৃতিতেও এসেছে পরিবর্তন। বড় পর্দার টেলিভিশনের চাহিদাই এখন বেশি। অন্দরে জায়গা বাঁচানোর পাশাপাশি দেখার সুবিধার্থে এখন ঘরের দেয়ালে টেলিভিশন স্থাপনের বিষয়টি হয়ে উঠছে বেশ জনপ্রিয়।

টেলিভিশনের মনিটরটা অনেক বড় হলে অবশ্য দেয়ালজুড়ে তাক না বসানোই ভালো। এ ক্ষেত্রে মনিটরের নিচের অংশ মেঝে থেকে ছয় ইঞ্চি বরাবর ফাঁকা রেখে ড্রয়ার বা দরজা দেওয়া তাক বানাতে পারেন।

যমুনা ইলেকট্রনিকস অ্যান্ড অটোমোবাইলসের বিপণন বিভাগের সহকারী মহাব্যবস্থাপক রুহুল কে সাগর বলেন, ‘টেলিভিশন এখন আর শুধু দেখার একটি যন্ত্রের মধ্যেই সীমাবদ্ধ নেই। পাশাপাশি ঘরের সৌন্দর্য বৃদ্ধির কাজেও ব্যবহৃত হচ্ছে। তাই যমুনা ব্র্যান্ডের টেলিভিশন তৈরিতে বিষয়টি গুরুত্বসহকারে বিবেচনা করা হয়েছে। যমুনা টিভি শুধু ঘরে একটি ‘‘বোকা বাক্স’’ হিসেবেই পড়ে থাকবে না। যমুনা টিভি এমনভাবে ডিজাইন করা হয়েছে, যাতে আপনার ঘরে যুক্ত করবে নতুন আবহ।’

দেয়ালে টেলিভিশন রাখার জন্য নানা কক্ষই বেছে নেওয়া হয়। তবে যেখানেই টিভি রাখুন না কেন, এ সময় অন্দরসজ্জায় আরও কিছু বিষয়ে খেয়াল রাখতে হবে। যেখান থেকে টিভি দেখতে কারও কোনো অসুবিধা হবে না, ঘরের এমন দেয়াল বা জায়গা বেছে নিতে হবে। এরপর দেয়ালের ঠিক মাঝবরাবর বসাতে হবে টিভিটা। এ ক্ষেত্রে দৃষ্টি থেকে কতটুকু দূরত্বে টেলিভিশন স্থাপন করবেন, তা সম্পূর্ণই নির্ভর করে টেলিভিশনের আয়তনের ওপর। দেয়ালের মাঝবরাবর টিভি বসানোর পর বাকি দেয়ালটুকু হয়তো ফাঁকাই পড়ে থাকে। এ জন্য ঘরে কোনো শোপিস ক্যাবিনেট বা শোকেস না রেখে টিভির চারপাশের দেয়ালজুড়ে বসানো হচ্ছে নান্দনিক নকশার তাক।

শহরাঞ্চলের ফ্ল্যাটভাড়া দিন দিন বাড়ার সঙ্গে কমে যাচ্ছে ফ্ল্যাটের আকার। যাঁরা শহরাঞ্চলের ফ্ল্যাটবাড়িতে নতুন সংসার শুরু করছেন, তাঁদের প্রত্যেকেরই পড়তে হয় নানা মধুর সমস্যায়। সুখে থাকার জন্য, সুন্দরভাবে বেঁচে থাকার চেষ্টাতেই মানুষের নিত্যদিনের পরিশ্রম। নতুন বাসায় সবচেয়ে বেশি ঝামেলায় পড়তে হয় টেলিভিশন কোথায় বসানো হবে, সেটা নিয়ে। কারণ, দুটো মানুষ দুই পরিবার থেকে এসে একসঙ্গে বসবাস শুরু করেন। তাই টিভি কি বসার ঘরে নাকি শোবার ঘরে থাকবে, সেটা আলাপ করে নিতে হবে। তবে যেখানেই বসান না কেন, এমন একটি জায়গায় টিভি রাখতে হবে, যেখানে থাকলে ঘরের সৌন্দর্যও বেড়ে যায়।

টেলিভিশনের মনিটরটা অনেক বড় হলে অবশ্য দেয়ালজুড়ে তাক না বসানোই ভালো। এ ক্ষেত্রে মনিটরের নিচের অংশ মেঝে থেকে ছয় ইঞ্চি বরাবর ফাঁকা রেখে ড্রয়ার বা দরজা দেওয়া তাক বানাতে পারেন। এবার টেলিভিশনের পেছনের দেয়ালটিতে বসিয়ে নিতে পারেন ওয়াল পেপার। দেয়ালে লাগানোর পর টেলিভিশনের তারগুলো যাতে ঘরের সৌন্দর্যে বাধা হয়ে না দাঁড়ায়, সে জন্য মনিটরের নিচ বরাবর দেয়াল থেকে ছয় ইঞ্চি দূরত্বে ওয়াল পেপার লাগানো আরেকটি বোর্ড বসিয়ে দিন। এতে আড়াল হয়ে যাবে তারগুলো।

কয়েক দিন পরই ভারতে শুরু হবে বিশ্বকাপ ক্রিকেট খেলা। এ সময়ে প্রায় সব বাড়িতেই থাকছে দলে-বলে খেলা দেখার আয়োজন। এ জন্য টিভিটাকে দেয়ালে রাখাই ভালো। এতে একসঙ্গে অনেকেই খেলা দেখার সুযোগ পাবেন। খেলা দেখার জন্য মেঝেতে বিছিয়ে নিতে পারেন শতরঞ্জি বা ম্যাট। এতে কয়েকটি ছোট কুশনও রাখতে পারেন। এ ছাড়া যাদের মেঝেতে বসতে অসুবিধা, তাদের বসার জন্য দেয়ালের একদিকে সোফার ব্যবস্থাও রাখা যায়।