চট্টগ্রামে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের সময় ছুরিকাঘাতে দুজন নিহত হয়েছেন। তাঁরা হলেন মোহাম্মদ মাসুম (৩০) ও মোহাম্মদ সবুজ (২০)। সোমবার রাত ১০টার দিকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাঁদের মৃত ঘোষণা করেন।
চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ফাঁড়ির ইনচার্জ নুরুল আলম বলেন, নগরের পাহাড়তলী থানার বিটেক মোড়ে নারীসংক্রান্ত বিষয় নিয়ে দুই পক্ষের মধ্যে মারামারি হয়। একপর্যায়ে ছুরির আঘাতে দুজন আহত হন। গুরুতর অবস্থায় তাঁদের চট্টগ্রাম মেডিকেল কলেজে নেওয়া হয়।
পাহাড়তলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজুর রহমান রাতে প্রথম আলোকে বলেন, দুই তরুণ-তরুণীকে নিয়ে দুই পক্ষের মধ্যে কথা-কাটাকাটি হয়। পরে বিষয়টি আপস হয়। তবে একপর্যায়ে দুই পক্ষ আবার উত্তেজিত হয়ে পড়ে। এ সময় ছুরিকাঘাতে দুজন নিহত হন। তাঁদের একজন অটোরিকশাচালক, অপরজন গ্যারেজে কাজ করেন।
পুলিশ কর্মকর্তা মোস্তাফিজুর রহমান আরও বলেন, ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের গ্রেপ্তারে অভিযান চলছে। ময়নাতদন্তের জন্য লাশ দুটি চট্টগ্রাম মেডিকেল কলেজের মর্গে রাখা হয়েছে।