জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের শিক্ষার্থী ফাইরুজ সাদাফ অবন্তিকার ছবিসহ গ্রাফিতি এঁকে এবার প্রতিবাদ জানালেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। লেখা হয়েছে, ‘আমরা চাই না ভুয়ো মান, হতে চাই না শিরোনাম।’
আজ বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ের নতুন একাডেমিক ভবনের নিচতলায় রংতুলিতে এই প্রতিবাদ জানানোর উদ্যোগ নেন চারুকলা বিভাগের শিক্ষার্থীরা। অবন্তিকার মৃত্যুর পর থেকে ‘নিপীড়নের বিরুদ্ধে জগন্নাথ বিশ্ববিদ্যালয়’ ব্যানারে বিভিন্ন বিভাগের সাধারণ শিক্ষার্থীরা নানা প্রতিবাদ কর্মসূচি পালন করে আসছেন। এরই অংশ হিসেবে এ কর্মসূচির আয়োজন হয়। শিক্ষার্থীরা জানান, নিপীড়কদের চোখে আঙুল দেখিয়ে সর্তক করতে এ কর্মসূচি।
কর্মসূচিতে অংশ নেওয়া শিক্ষার্থী ইভান তাহসীফ বলেন, কলকাতার পুরোনো ব্যান্ড দল মহীনের ঘোড়াগুলির একটি গান থেকে ‘আমরা চাই না কোনো ভুয়ো মান, হতে চাই না শিরোনাম’—এই পঙ্ক্তি নেওয়া হয়েছে। মূলত গানটিতে নারীদের নানা সংকট ও মর্যাদার কথা বলা হয়েছিল। নারীরা কোনো ভুয়া সম্মান চান না। নারীরা কোনো শিরোনামও হতে চান না।
গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষার্থী তৌকির আহমেদ প্রথম আলোকে বলেন, ‘অবন্তিকাসহ অন্যদের সঙ্গে ঘটে যাওয়া যৌন হয়রানির প্রতিবাদে এ আয়োজন। কিছুদিন পর সবাই তাদের ভুলে যাবে। তাই আমরা তাদের স্মৃতি রক্ষার জন্য স্থায়ীভাবে তাদের প্রতিফলক ক্যাম্পাসে স্থাপন করার দাবি জানিয়েছি উপাচার্যকে। আর এ দাবি পূরণ না হওয়া পর্যন্ত প্রাথমিকভাবে এই গ্রাফিতির মাধ্যমে তাদের স্মরণ করার চেষ্টা করা।’
অবন্তিকার গ্রাফিটির পাশাপাশি ইংরেজি বিভাগের শিক্ষার্থী অঙ্কন বিশ্বাসেরও একটি গ্রাফিতি এঁকেছিলেন শিক্ষার্থীরা। অঙ্কন বিশ্বাস দুই বছর আগে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন। তখন তাঁর সহপাঠীরা তাঁর মৃত্যুর ঘটনাকে হত্যাকাণ্ড বলে উল্লেখ করেছিলেন। শিক্ষার্থীরা এ ঘটনারও তদন্ত চান। অঙ্কন বিশ্বাসের গ্রাফিতিতে লেখা হয়েছে, ‘এভাবে তারা একে একে ফুল হয়ে যাবে।’