পাহাড়ে হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্ত ও বিচার চেয়ে ২৩৩ বিশিষ্ট নাগরিকের বিবৃতি

খাগড়াছড়ি ও রাঙামাটিতে পাহাড়ি জাতিগোষ্ঠী ও বাঙালিদের মধ্যে সংঘাতের মধ্যে চারজন পাহাড়ি নিহতের ঘটনার সুষ্ঠু তদন্ত করে দোষী ব্যক্তিদের বিচারের দাবি জানিয়েছেন ২৩৩ বিশিষ্ট নাগরিক। সংঘাতে ক্ষতিগ্রস্তদের ঘরবাড়ি, দোকানপাট ও অন্যান্য স্থাপনা মেরামতের জন্য সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন তাঁরা।

বৃহস্পতিবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তাঁরা এসব দাবি জানান। বিবৃতিতে বলা হয়, ‘বিভিন্ন জাতীয় দৈনিক ও সম্প্রচারমাধ্যমের প্রতিবেদন, প্রত্যক্ষদর্শী ও সামাজিক যোগাযোগমাধ্যমের সুবাদে আমরা খাগড়াছড়ি ও রাঙামাটি জেলায় সম্প্রতি সংঘটিত একের পর এক সাম্প্রদায়িক সংঘাতের ভয়াবহ ঘটনাগুলো সম্পর্কে অবগত হয়েছি। আমরা জেনেছি যে বিভিন্ন পাহাড়ি জাতিগোষ্ঠী ও বাঙালিদের মধ্যে সংঘাতে চারজন পাহাড়ি অধিবাসী নিহত হয়েছেন এবং তাঁদের দুই শতাধিক ঘরবাড়ি, দোকানপাট ও বৌদ্ধমন্দির ভস্মীভূত হয়েছে।’

বিবৃতিতে আরও বলা হয়, ‘আমরা ২৩৩ জন লেখক, শিল্পী, শিক্ষক, সাংবাদিক, অধিকারকর্মীসহ বিভিন্ন পেশাজীবী নাগরিক পাহাড়ে শান্তি ও সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখতে হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্ত ও বিচার করতে এবং ক্ষতিগ্রস্তদের ঘরবাড়ি, দোকানপাট ও অন্যান্য স্থাপনা মেরামতের জন্য সরকারের প্রতি জোর আহ্বান জানাচ্ছি। আমরা একই সঙ্গে পিটিয়ে মানুষ হত্যার মতো ঘটনা বন্ধে সরকারকে কার্যকর পদক্ষেপ নিতে আহ্বান জানাই।’

বিবৃতিদাতাদের মধ্যে রয়েছেন অধ্যাপক সিরাজুল ইসলাম চৌধুরী, অধ্যাপক আবুল কাসেম ফজলুল হক, অধ্যাপক আনু মুহাম্মদ, অধ্যাপক সলিমুল্লাহ খান, অধ্যাপক আজফার হোসেন, সাংবাদিক নূরুল কবীর, অধ্যাপক মোরশেদ শফিউল হাসান, লেখক ও সাংবাদিক আফসান চৌধুরী, অধ্যাপক ফয়েজ সিরাজুল হক, অধ্যাপক খালিকুজ্জামান ইলিয়াস, কবি-প্রাবন্ধিক ওমর শামস, কথাসাহিত্যিক ওয়াসি আহমেদ, লেখক ও নৃবিজ্ঞানী রেহনুমা আহমেদ, আলোকচিত্রী শহিদুল আলম, কবি ও শিল্পী মোস্তফা জামান, অধ্যাপক রায়হান রাইন, অধ্যাপক মোহাম্মদ আজম, রাজনৈতিক বিশ্লেষক জাহেদ উর রহমান, কবি ও প্রাবন্ধিক রাজু আলাউদ্দিন, কবি-প্রাবন্ধিক চঞ্চল আশরাফ, অনুবাদক জি এইচ হাবীব, কথাসাহিত্যিক আহমাদ মোস্তফা কামাল, কথাসাহিত্যিক আফসানা বেগম, কথাসাহিত্যিক মাসকাওয়াথ আহসান, লেখক ও গবেষক গওহার নঈম ওয়ারা, চলচ্চিত্রকার জাহিদুর রহিম অঞ্জন, কথাসাহিত্যিক ইমতিয়ার শামীম, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক মোশাহিদা সুলতানা, শিরোনামহীন ব্যান্ডের প্রতিষ্ঠাতা সদস্য জিয়াউর রহমান, আরেক সদস্য কাজী আহমেদ শাফিন, কবি সাখাওয়াত টিপু, চলচ্চিত্রকার খিজির হায়াত খান, চলচ্চিত্রকার মেজবাউর রহমান প্রমুখ।