পাঁচতলা ভবন থেকে পা পিছলে পড়ে পুলিশ সদস্যের মৃত্যু

নিহত পুলিশ সদস্যের নাম জাহিদুল ইসলাম
নিহত পুলিশ সদস্যের নাম জাহিদুল ইসলাম

চট্টগ্রামে পাঁচতলা ভবন থেকে পড়ে এক পুলিশ সদস্য মারা গেছেন। নিহত পুলিশ সদস্যের নাম জাহিদুল ইসলাম। তিনি চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশে কনস্টেবল হিসেবে কর্মরত ছিলেন। আজ বুধবার ভোর সাড়ে চারটার দিকে নগরের দামপাড়া পুলিশ লাইনে পুলিশ মেসে এই দুর্ঘটনা ঘটে। নিহত কনস্টেবলের বাড়ি ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জে।

নগর পুলিশের অতিরিক্ত উপকমিশনার (গণমাধ্যম) স্পিনা রানী প্রামাণিক প্রথম আলোকে বলেন, ঘটনাস্থলে সিসিটিভি ক্যামেরায় দেখা গেছে, কনস্টেবল জাহিদুল ইসলাম ভোরে ঘুম থেকে উঠে তাঁর কক্ষের পাশের বারান্দায় হাঁটতে যান। ওই সময় তাঁর হাতে একটি ব্রাশ ছিল। হঠাৎ পা পিছলে বারান্দা থেকে নিচে পড়ে যান তিনি। পরে গুরুতর আহত অবস্থায় মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসকেরা তাঁকে মৃত ঘোষণা করেন।