ফিনল্যান্ডে আয়রনম্যান ৭০.৩ বিশ্ব চ্যাম্পিয়নশিপ

৩৬ মিনিটে সাঁতার শেষ করেছেন আরাফাত, এখন করছেন সাইক্লিং

ফিনল্যান্ডে আয়রনম্যান ৭০.৩ বিশ্ব চ্যাম্পিয়নশিপে সাঁতার শুরু করার আগে আরাফাত। আজ রোববার সকালে
ছবি আরাফাতের সৌজন্যে

ফিনল্যান্ডে লাহটিতে আজ রোববার আয়রনম্যান ৭০ দশমিক ৩ বিশ্ব চ্যাম্পিয়নশিপ ২০২৩ প্রতিযোগিতার প্রথম ভাগ সাঁতার শেষ করেছেন বাংলাদেশের মোহাম্মদ সামছুজ্জামান আরাফাত।

লাহটির ১৮ ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রার হ্রদের পানিতে ১ দশমিক ৯ কিলোমিটার সাঁতার সম্পন্ন করতে আরাফাতে সময় লেগেছে ৩৬ মিনিট ১৪ সেকেন্ড। সাঁতারে তাঁর গড় গতি ছিল প্রতি ১০০ মিটারে ১ মিনিট ৫৩ সেকেন্ড। আয়রনম্যান কর্তৃপক্ষের ওয়েবসাইট এবং আয়রনম্যান ট্র্যাকার অ্যাপে এই তথ্য জানা গেছে।

সাঁতার শেষ করার ৫ মিনিট পর আরাফাত ৯০ কিলোমিটার সাইকেল চালনা শুরু করেছেন। সাইক্লিংয়ের পর প্রতিযোগীদের ২১ দশমিক ১ কিলোমিটার দৌড় সম্পন্ন করতে হবে। আয়রনম্যান ৭০ দশমিক ৩ বিশ্ব চ্যাম্পিয়নশিপ ২০২৩ আজ সকালে শুরু হয়েছে। আয়রনম্যানের অন্যতম সর্বোচ্চ এই আসরে এবার একমাত্র বাংলাদেশি হিসেবে অংশ নিচ্ছেন মোহাম্মদ সামছুজ্জামান আরাফাত।

সাঁতার, সাইক্লিং ও দৌড়ের সমন্বয়ে যে খেলা, সেটিকে বলে ট্রায়াথলন। ট্রায়াথলনের কঠিনতম প্রতিযোগিতা হলো আয়রনম্যান। আয়রনম্যানের সর্বোচ্চ আসর হলো বিশ্ব চ্যাম্পিয়নশিপ। আয়রনম্যানের বৈশ্বিক কর্তৃপক্ষ বছরজুড়ে পৃথিবীর বিভিন্ন দেশে পূর্ণ ও অর্ধদূরত্বের (৭০ দশমিক ৩) আয়রনম্যান প্রতিযোগিতার আয়োজন করে থাকে। সেগুলোর ফলাফলের ভিত্তিতে ট্রায়াথলেটরা বিশ্ব চ্যাম্পিয়নশিপে অংশ নেওয়ার যোগ্যতা অর্জন করেন।

আরাফাত গত বছর যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিত আয়রনম্যান ও আয়রনম্যান ৭০ দশমিক ৩ বিশ্ব চ্যাম্পিয়নশিপে অংশ নিয়েছিলেন। দুটি বিশ্ব চ্যাম্পিয়নশিপেই আরাফাত নির্দিষ্ট চ্যালেঞ্জ সম্পন্ন করেছিলেন। আজ ফিনল্যান্ডে দ্বিতীয়বারের মতো আয়রনম্যান ৭০ দশমিক ৩ বিশ্ব চ্যাম্পিয়নশিপে অংশগ্রহণ করছেন তিনি।

এবারের প্রতিযোগিতায় অংশ নিতে আরাফাত ২৩ আগস্ট লাহটিতে পৌঁছান। গতকাল শনিবার রাতে মুঠোফোনে তিনি প্রথম আলোকে বলেন, ‘আয়রনম্যানের বিশ্ব চ্যাম্পিয়নশিপ পুরোই আলাদা ধরনের প্রতিযোগিতা। পৃথিবীর “সেরাদের সেরা” ট্রায়াথলেটরা এখানে আসেন। বিখ্যাত ক্রীড়াবিদদের দেখে আমি আরও ভালো করার অনুপ্রেরণা পেয়েছি।’ নিজের আগের ফলাফলের চেয়ে আজ আরও ভালো করতে চান মোহাম্মদ সামছুজ্জামান আরাফাত।

আয়রনম্যান ৭০ দশমিক ৩ বিশ্ব চ্যাম্পিয়নশিপে প্রতিযোগীদের ১ দশমিক ৯ কিলোমিটার সাঁতার, ৯০ কিলোমিটার সাইক্লিং ও ২১ দশমিক ১ কিলোমিটার দৌড় সম্পন্ন করতে হবে। বাংলাদেশের আরাফাত ৩০ থেকে ৩৪ বছর বয়সীদের শ্রেণিতে অংশ নিচ্ছেন।

পেশাগত জীবনে বাংলাদেশ ব্যাংকের উপপরিচালক মোহাম্মদ সামছুজ্জামান আরাফাত ২০১৬ সাল থেকে আয়রনম্যান আয়োজনে অংশ নিচ্ছেন। দুই বিশ্ব চ্যাম্পিয়নশিপসহ এই পর্যন্ত ৯টি আয়রনম্যান প্রতিযোগিতা সম্পন্ন করেছেন তিনি। আগামী ১০ সেপ্টেম্বর ফ্রান্সে অনুষ্ঠেয় আয়রনম্যান বিশ্ব চ্যাম্পিয়নশিপেও অংশ নেবেন তিনি। এবার এই প্রতিযোগিতায় বাংলাদেশের মোট পাঁচজন আয়রনম্যান অংশগ্রহণের যোগ্যতা অর্জন করেছেন।