
ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) দুই যুগ্ম কমিশনারকে চাকরি থেকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। তাঁরা হলেন ডিএমপির (দক্ষিণ) যুগ্ম কমিশনার বিপ্লব কুমার সরকার এবং যুগ্ম কমিশনার (ট্রাফিক-দক্ষিণ) এস এম মেহেদী হাসান।
গত বছরের ৬ আগস্ট থেকে যথাযথ কর্তৃপক্ষকে মৌখিক বা লিখিতভাবে না জানিয়ে কর্মস্থলে অনুপস্থিত থাকায় তাঁদের বরখাস্ত করা হয় বলে প্রজ্ঞাপনে জানিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ।
আজ সোমবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের পুলিশ-১ শাখা থেকে জারি করা পৃথক প্রজ্ঞাপনে এ আদেশ জারি করা হয়। এতে স্বাক্ষর করেন জ্যেষ্ঠ সচিব নাসিমুল গণি।
প্রজ্ঞাপনে বলা হয়, বিপ্লব কুমার সরকার ও এস এম মেহেদী হাসান গত বছরের ৬ আগস্ট থেকে যথাযথ কর্তৃপক্ষকে মৌখিক বা লিখিতভাবে অবহিত না করে কর্মস্থলে অনুপস্থিত রয়েছেন। তাই তাঁদের সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালা অনুযায়ী ২০২৪ সালের ৬ আগস্ট থেকে সরকারি চাকরি হতে সাময়িক বরখাস্ত করা হলো।
সাময়িক বরখাস্তকালীন বিপ্লব কুমার সরকার বরিশাল রেঞ্জ ডিআইজি কার্যালয়ে এবং এস এম মেহেদী হাসান সিলেট রেঞ্জ ডিআইজি কার্যালয়ে সংযুক্ত থাকবেন। বিধি অনুযায়ী তাঁরা খোরপোষ ভাতা পাবেন।
গত ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর ২৭টি খুনের মামলার আসামি হয়েছেন বিপ্লব কুমার সরকার। তাঁর বিরুদ্ধে রাজধানীর মোহাম্মদপুর, মিরপুর, লালবাগ, শেরেবাংলা, নিউমার্কেট, যাত্রাবাড়ীসহ বিভিন্ন থানায় এসব মামলা করেছেন নিহত ব্যক্তিদের পরিবারের সদস্যরা।
এস এম মেহেদী হাসানের বিরুদ্ধে যাত্রাবাড়ী, লালবাগ, নিউমার্কেট, আদাবর ও ধানমন্ডি থানায় আটটি মামলা হয়েছে।