‘টি-টোয়েন্টি বিশ্বকাপ ২০২৪’ উপলক্ষে প্রথম আলো ডটকমের আয়োজনে অনুষ্ঠিত হয় ‘মোল্লা সুপার সল্ট ক্রিকেট ট্যালেন্ট’ নামের কুইজ প্রতিযোগিতা। দেশের ক্রিকেটপ্রেমীদের সুযোগ ছিল mollasupersaltcrickettalent.pro ওয়েবসাইটে মাসব্যাপী ক্রিকেটবিষয়ক কুইজ খেলে নানা রকম পুরস্কার জেতার।
রাজধানীর কারওয়ান বাজারের প্রথম আলো কার্যালয়ে আজ রোববার আয়োজিত হয় মেগা বিজয়ীদের মধ্যে পুরস্কার প্রদান অনুষ্ঠান। পুরস্কার তুলে দেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক ও নির্বাচক হাবিবুল বাশার, কথাসাহিত্যিক ও প্রথম আলোর ব্যবস্থাপনা সম্পাদক আনিসুল হক এবং মোল্লা সল্ট অ্যাগ্রো ফুড অ্যান্ড বেভারেজ লিমিটেডের পরিচালক মুশশারাত মাহাজাবিন ও মেহনাজ মেহজিবীন।
এ সময় বিজয়ীদের অভিনন্দন জানিয়ে ক্রিকেটার হাবিবুল বাশার বলেন, ‘প্রথম আলো আমার কাছে পরিবারের মতো। আগে সকালে ঘুম থেকে উঠে প্রথম আলো না পড়লে দিনের শুরুটা কেমন জানি হতো। যদিও এখন অনলাইনেই প্রথম আলো বেশি পড়া হয়। আর মোল্লা সুপার সল্টকে ধন্যবাদ ক্রিকেট নিয়ে এই কুইজের আয়োজন করার জন্য। এমন আয়োজন নারী ক্রিকেট বিশ্বকাপেও হবে, এই আশা করছি।’
কথাসাহিত্যিক আনিসুল হক বলেন, ‘সত্যিকার অর্থে খেলাটা শুধু ১১ জন খেলেন না, তাঁদের সঙ্গে পুরো দেশ খেলে। এ আয়োজন তারই প্রমাণ। ভবিষ্যতে এমন আয়োজনে মোল্লা সুপার সল্টকে পাশে পাব বলে আশা রাখছি। কুইজে অংশগ্রহণকারী ও বিজয়ী সবাইকে অভিনন্দন।’
মোল্লা সল্ট অ্যাগ্রো ফুড অ্যান্ড বেভারেজ লিমিটেডের পরিচালক মুশশারাত মাহাজাবিন বলেন, ‘মোল্লা সল্ট দেশের সুপরিচিত একটি ব্র্যান্ড, ভোক্তাদের আস্থার নাম। অনেক আগে থেকেই দেশের মানুষের জন্য কাজ করছে মোল্লা সল্ট। এ আয়োজনে প্রথম আলোকে পাশে পেয়ে আমরা সত্যি আনন্দিত।’
ক্যাম্পেইনটি আয়োজনের উদ্দেশ্য ও অভিজ্ঞতা সম্পর্কে মোল্লা সল্ট ব্র্যান্ডের সহকারী মহাব্যবস্থাপক মো. দেলোয়ার হোসেন বলেন, ‘দু-তিন বছর ধরে মোল্লা সল্ট ডিজিটালে ফোকাস করছে। তারই ধারাবাহিকতায় আমরা বেছে নিয়েছি প্রথম আলোকে। কারণ, প্রথম আলো ডটকম একটি জনপ্রিয় ডিজিটাল প্ল্যাটফর্ম। ভবিষ্যতেও আমরা আমাদের গ্রাহকদের জন্য এমন উদ্যোগের মাধ্যমে প্রথম আলোর সঙ্গে যুক্ত থাকতে চাই।’
আয়োজনটির নানা দিক দিয়ে প্রথম আলোর চিফ ডিজিটাল বিজনেস অফিসার এ বি এম জাবেদ সুলতান বলেন, ‘আমরা আনন্দিত এ কারণে যে মোল্লা সল্ট পরিবারের দুজন পরিচালক এ আয়োজনে এসেছেন। প্রথম আলো ডটকম সব সময় ক্রিকেট-ফুটবলসহ ক্রীড়াজগতের নানা আসরে বর্ণাঢ্য আয়োজন নিয়ে হাজির হয়। ভবিষ্যতেও আমরা এই ধারা অব্যাহত রাখব। আমরা চাই, মোল্লা সল্টও আমাদের সঙ্গে থাকুক।’
পুরস্কার প্রদান অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন প্রথম আলোর ডিজিটাল বিজনেস বিভাগের মার্কেটিং লিড মেহবুব জাবেদ, জ্যেষ্ঠ ব্যবস্থাপক রুহুল আমিন, উপব্যবস্থাপক সেলিম উদ্দিন প্রমুখ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন প্রথম আলো ডিজিটাল বিজনেসের সিনিয়র কনটেন্ট ম্যানেজার খায়রুল বাবুই।
‘মোল্লা সুপার সল্ট ক্রিকেট ট্যালেন্ট’ কুইজ প্রতিযোগিতায় দৈবচয়নের ভিত্তিতে মেগা বিজয়ী হিসেবে তিনজনকে নির্বাচন করা হয়। পুরস্কার হিসেবে ফ্রিজ, ওভেন ও স্মার্টফোন জিতে নেন যথাক্রমে চাঁদপুরের অরবিন্দ মজুমদার, ঢাকার মো. ইরশাদ খান ও নাটোরের শরিফুল ইসলাম।
ওভেন বিজয়ী মো. ইরশাদ খান তাঁর প্রতিক্রিয়ায় বলেন, ‘মোল্লা সল্ট ও প্রথম আলো দুটিই আমাদের আস্থার ব্র্যান্ড। এ ধরনের আয়োজন যখন এমন ব্র্যান্ডের হাত ধরে আসে, এতে অংশগ্রহণ করতে আমরা উৎসাহ পাই। এ ধরনের আয়োজন আরও হোক, এই প্রত্যাশ রইল।’
টি-টোয়েন্টি বিশ্বকাপ-২০২৪ চলাকালীন প্রতিদিনের বিজয়ী হিসেবে ৫০০ টাকা করে পেয়েছেন সাইফুল ইসলাম, লাবিবা নাসিম, মো. হাসান মিয়া, শামছুল হক, মুসফিকুর রহমান, মো. শাকিল খান, মো. রাসেল মামুন, জিয়াউর রহমান, বরুণ দাস, ওয়াসিম রাজ, মো. সোহেল মিয়া, শরিফ উদ্দিন, মামুন হোসেন, শরিফুল ইসলাম, শাহরিয়ার আহমেদ, মোস্তাফিজুর রহমান, জাহিদুল ইসলাম, ইমরান চৌধুরী, এস এম আনোয়ার, মেসবাউল আলম, মো. সাকিবুল আজাজ, ফরহাদ হোসেন, মো. সুজন মিয়া, অসীম দাস, জুবায়ের আহমেদ, আতিকুর রহমান, আমেনা সুলতানা ও নুসরাত জাহান
উল্লেখ্য, বিশ্বকাপ চলাকালীন (১ থেকে ২৯ জুন ২০২৪) সারা দেশ থেকে ১ লাখ ২৫ হাজার ৩৩৫ জন ক্রিকেটপ্রেমী এ আয়োজনে অংশ নেন।